Advertisement
Advertisement
Bangladesh

‘সুষ্ঠু ভোট, লুঠতরাজ নেই’, পশ্চিমবঙ্গের ভোটের প্রশংসায় বাংলাদেশের বিরোধী সাংসদ

'খেলা হবে', বাংলাদেশের সংসদে ফিরল তৃণমূলের স্লোগান!

BNP MP in Banglaedsh praises West Bengal Assembly election's process | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 4, 2022 3:03 pm
  • Updated:September 4, 2022 3:07 pm  

সুকুমার সরকার, ঢাকা: পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ার প্রশংসা শোনা গেল বাংলাদেশের (Bangladesh)বিরোধী বিএনপি-র এক সাংসদের গলায়। বাংলাদেশে ভোট লুট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদে দাঁড়িয়ে বিএনপি সাংসদ পশ্চিমবঙ্গের নির্বাচনী (WB Assembly Election) পদ্ধতির ভূয়সী প্রশংসা করলেন। ‘কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে।’

বছর চারেক আগে বিরোধী দলগুলির উদ্দেশে ‘খেলা হবে’ বলে বার্তা দিয়েছিলেন আওয়ামি লিগের (Awami League) নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামিম ওসমান। এই কথাই বাংলাদেশে সেবারের জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের ক্যাচলাইন ছিল। যা বাড়তি প্রচার পায় গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারপর্বে। ‘খেলা হবে’ ডাক দেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। যা দেশের অন্যান্য প্রদেশের নেতাদের মুখেও পরে শোনা যায়।

Advertisement

West Bengal assembly polls: TMC launches new campaign banking on Mamata's injury

বৃহস্পতিবার বাংলাদেশে সংসদের অধিবেশনের শেষ দিনে ফের এই স্লোগানের প্রসঙ্গ ওঠে। সেই সূত্রে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ার প্রশংসা করেন বিএনপি-র (BNP) সাংসদ রুমিন ফারহানা। আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ঢাকায় এক সমাবেশে বলেছিলেন, ‘প্রস্তুত হোন। খেলা আসন্ন। রাজনীতির ময়দানে এবারও আমরা খেলব। সাহস থাকে তো খেলতে আসুন।’

[আরও পড়ুন:‘TET নেবেন না, আত্মহত্যা করব’, নিয়োগ তৎপরতা শুরু হতেই পর্ষদ সভাপতিকে হুমকি উত্তীর্ণদের ]

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই বিএনপি সাংসদ রুমিন ফারহানা বলেন, “গত চার বছর ধরে আওয়ামি লিগ ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু ২০১৪ আর ২০১৮-র মতো আর একতরফা খেলতে দেব না। ২০২৩-এ আমরাও খেলব। সীমান্ত পেরিয়ে ‘খেলা হবে’ (Khela Habe) স্লোগান পশ্চিমবঙ্গে গিয়েছিল। কিন্তু সেখানে সুষ্ঠু ভোটের ব্যবস্থা আছে। খেলার সুষ্ঠু ব্যবস্থা আছে। বাংলাদেশের মতো লুঠতরাজের ভোট সেখানে হয় না।” আগামী বছর বাংলাদেশে ফের জাতীয় সংসদের ভোট হওয়ার কথা।

[আরও পড়ুন: এবার মালদহে মাছ ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! গুনতে আনা হল মেশিন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement