সুকুমার সরকার, ঢাকা: পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ার প্রশংসা শোনা গেল বাংলাদেশের (Bangladesh)বিরোধী বিএনপি-র এক সাংসদের গলায়। বাংলাদেশে ভোট লুট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদে দাঁড়িয়ে বিএনপি সাংসদ পশ্চিমবঙ্গের নির্বাচনী (WB Assembly Election) পদ্ধতির ভূয়সী প্রশংসা করলেন। ‘কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে।’
বছর চারেক আগে বিরোধী দলগুলির উদ্দেশে ‘খেলা হবে’ বলে বার্তা দিয়েছিলেন আওয়ামি লিগের (Awami League) নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামিম ওসমান। এই কথাই বাংলাদেশে সেবারের জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের ক্যাচলাইন ছিল। যা বাড়তি প্রচার পায় গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারপর্বে। ‘খেলা হবে’ ডাক দেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। যা দেশের অন্যান্য প্রদেশের নেতাদের মুখেও পরে শোনা যায়।
বৃহস্পতিবার বাংলাদেশে সংসদের অধিবেশনের শেষ দিনে ফের এই স্লোগানের প্রসঙ্গ ওঠে। সেই সূত্রে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ার প্রশংসা করেন বিএনপি-র (BNP) সাংসদ রুমিন ফারহানা। আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ঢাকায় এক সমাবেশে বলেছিলেন, ‘প্রস্তুত হোন। খেলা আসন্ন। রাজনীতির ময়দানে এবারও আমরা খেলব। সাহস থাকে তো খেলতে আসুন।’
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই বিএনপি সাংসদ রুমিন ফারহানা বলেন, “গত চার বছর ধরে আওয়ামি লিগ ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু ২০১৪ আর ২০১৮-র মতো আর একতরফা খেলতে দেব না। ২০২৩-এ আমরাও খেলব। সীমান্ত পেরিয়ে ‘খেলা হবে’ (Khela Habe) স্লোগান পশ্চিমবঙ্গে গিয়েছিল। কিন্তু সেখানে সুষ্ঠু ভোটের ব্যবস্থা আছে। খেলার সুষ্ঠু ব্যবস্থা আছে। বাংলাদেশের মতো লুঠতরাজের ভোট সেখানে হয় না।” আগামী বছর বাংলাদেশে ফের জাতীয় সংসদের ভোট হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.