সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের অস্থিরতা সামাল দিতে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠকে করেন বিএনপির প্রতিনিধিরা। সেই বৈঠকে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয় কি না, সেদিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। বৈঠকে নির্বাচন নিয়ে কোনও কথাই হয়নি বলে জানায় বিএনপির প্রতিনিধিরা। তাঁদের দাবি, ভোটের জন্য পরিবেশের প্রয়োজন। সেই পরিবেশ তৈরি হওয়ার সময় দিচ্ছেন তাঁরা।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা নির্বাচন নিয়ে কোনও কথা বলিনি। আগেও বলেছি, নির্বাচনের পরিবেশ তৈরি করতে কিছু সময় লাগবে। আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি।” তিনি আরও জানান, “আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি।” একইসঙ্গে দেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আর্জি জানান ফখরুল ইসলাম আলমগীর।
তাৎপর্যপূর্ণভাবে এদিন রাষ্ট্রপতি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধিদল থাকাকালীনই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যায়। সরকারের প্রধান উপদেষ্টা ডা. মহম্মদ ইউনুসের সঙ্গে তাঁদের কী কথা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখনও সেদেশে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা থামেনি। এমন পরিস্থিতিতে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.