Advertisement
Advertisement

Breaking News

বিএনপি-জামাত বুদ্ধিজীবীরা পুত্র জয়কেও হত্যার চেষ্টা করেছে: হাসিনা

বিএনপি-জামাত ষড়যন্ত্রের রাজনীতি করে, কটাক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

BNP-Jamat tries to assassin son Joy, alleges Sheikh Hasina Wajed
Published by: Subhamay Mandal
  • Posted:July 29, 2018 4:39 pm
  • Updated:July 29, 2018 4:39 pm  

সুকুমার সরকার, ঢাকা: এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে আছেন। যারা এতিমের অর্থের লোভ সামলাতে পারে না তারা কীভাবে দেশ চালাবে? বিএনপি-জামাত ষড়যন্ত্রের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, তাদের অত্যাচার-নির্যাতন থেকে এদেশের কেউ রক্ষা পায়নি। এমনকি এদের বুদ্ধিজীবীরা জয়কেও হত্যার চেষ্টা করেছে। আমেরিকায় তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পর হত্যার ষড়যন্ত্র করার জন্যও প্রধানমন্ত্রী বিএনপি নেতৃবৃন্দকে অভিযুক্ত করেন। তিনি বলেন, বিএনপির যে নেতা এই কাজ করেছিল সে ধরা পড়ার পর তার বিচার হল এবং সেখানে সেই নেতার শাস্তি হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘সেই মামলার রায়ে বেরিয়েছে- খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর রহমান এবং তথাকথিত বুদ্ধিজীবী শফিক রেহমান অর্থ-পরামর্শ দিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত, এই বিষয়ে এই দু’জনের বিরুদ্ধেও মামলা হয়েছে।

[ঢাকার রাজপথে মহিলাদের জন্য বিশেষ বাস, যাত্রাশুরু ‘দোলনচাঁপা’র]

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিস্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। জনকল্যাণে রাজনীতি করলে দেশকে কিছু দেওয়া যায় আর আওয়ামি লিগ তা করে দেখিয়েছে। আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর আবার মানুষের মনে আস্থা-বিশ্বাস ফিরে এসেছে। শুক্রবার স্বেচ্ছাসেবক লিগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা গণভবনে আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থে যারা রাজনীতি করে, ইতিহাস তাদের ক্ষমা করে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয়দাতা বিএনপি’র দুর্নীতি ও দুঃশাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই দলটির প্রতি জনগণের কোনও আস্থা নেই। যারা অতীতে লুটপাট করেছে, ভবিষ্যতে ক্ষমতায় আসলে আবারও তারা লুটেপুটেই খাবে এবং শুধু নিজেদের ভাগ্য গড়বে। স্বেচ্ছাসেবক লিগ নেতাদের তৃণমূলে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আওয়ামি লিগ জনগণের কল্যাণে গত নয় বছরে যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে তা মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জামাত ধর্ম নিয়ে রাজনীতি করলেও তারা কোরান শরিফ পুড়িয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে কলেজছাত্রী কেউ রক্ষা পায়নি তাদের আগুন সন্ত্রাসের হাত থেকে। তাই বিএনপি-জামাতের উপর দেশের মানুষের আস্থা নেই। এটা এখন প্রমাণিত হয়েছে।

[বৃষ্টিতে চুম্বনরত যুগলের ছবি ভাইরাল, চাকরি খোয়ালেন বাংলাদেশের চিত্রগ্রাহক]

খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে আটকে রাখার যে অভিযোগ বিএনপি করে আসছে, তার জবাবে শেখ হাসিনা বলেন, ‘আজকে খালেদা জিয়া জেলখানায়। আমরা তো পলিটিক্যালি অ্যারেস্ট করিনি। তাহলে তো ২০১৫, ২০১৪ বা ২০১৩ সালে করতাম।’ বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (খালেদা জিয়া) এতিমের টাকা মেরে খেয়ে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন। কোর্টের ব্যাপার কোর্টেই সমাধান হবে। নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন শেখ হাসিনা। ১৯৭১ সালের ২৭ জুলাই ধানমণ্ডির একটি বাড়িতে পাকিস্তানি বাহিনীর কাছে সপরিবারে বন্দি থাকার সময় জয় জন্মগ্রহণ করেন উল্লেখ করে সে দিনের কথা অনুষ্ঠানে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২৭ জুলাই দিনটি আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যখন বন্দি ছিলাম তখনই আমার প্রথম সন্তান জয় জন্মগ্রহণ করে। আজকে স্বেচ্ছাসেবক লিগের প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে জয়ের জন্মদিন এক হয়ে গিয়েছে। এজন্য আমার দোয়া ও আশীর্বাদ সকলের জন্য।

[রোহিঙ্গা গণহত্যায় বার্মিজ সেনার বিরুদ্ধে ব্যবস্থার আবেদন বাংলাদেশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement