Advertisement
Advertisement
Khaleda Zia

হাসিনাহীন বাংলাদেশে সক্রিয় খালেদা জিয়া! যোগ দেবেন মুক্তিযোদ্ধা সমাবেশে

আগামী ২১ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই সমাবেশ। খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

BNP Chairperson Khaleda Zia will appear to people on December 21 in Dhaka

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:December 15, 2024 3:06 pm
  • Updated:December 15, 2024 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাস আগে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগ রাজনীতির মূল স্রোতে তাঁর ফেরার পথ প্রশস্ত করেছিল। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে একমঞ্চে দেখাও গিয়েছিল। এবার মুক্তিযোদ্ধা সমাবেশ ঘিরে জনসমক্ষে আসতে চলেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সূত্রের খবর, আগামী ২১ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই সমাবেশ। খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেব থাকার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তাঁর দাবি, বিএনপি চেয়ারপার্সন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ২১ তারিখের সমাবেশে শুধু জিয়াই নন, লন্ডন থেকে ভারচুয়ালি উপস্থিত থাকবেন জিয়াপুত্র তারেক রহমান।

বিএনপি সূত্রে খবর, দীর্ঘ ৭ বছর পর নেত্রী খালেদা জিয়া প্রকাশ্য কোনও সমাবেশে অংশ নেবেন। জানা গিয়েছে, ২১ ডিসেম্বর দুপুর ২টো নাগাদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা দিবসের আয়োজন করা হচ্ছে। আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই দিনটিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

Advertisement

তিনি জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং ২১ ডিসেম্বরের সমাবেশে যোগ দেবেন। ওইদিন তাঁদের সমাবেশে খালেদা জিয়া সশরীরে উপস্থিত থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা জিয়ার পুত্র তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভারচুয়ালি যোগ দেবেন। এর আগে গত ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শেষবার দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামি লিগ সরকারের আমলে। দু বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। সেই থেকে ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।

তবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়া এবং বিএনপি-র সক্রিয়তা বাড়ছে। ইউনুস সরকারের উপর নির্বাচনের চাপ বাড়াচ্ছে খালেদার দল। নানা রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে। যার মধ্যে বিশেষ নজরে ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ। তাতে খালেদা ঠিক কী বক্তব্য রাখেন, সেদিকে নজর সবমহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement