Advertisement
Advertisement
বাংলাদেশ

বাংলাদেশের গাজীপুরের রেস্তরাঁয় প্রবল বিস্ফোরণ, জখম অন্তত ১৮

বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Blast in Bangladesh restaurants, 18 people died in this incident
Published by: Tanujit Das
  • Posted:September 8, 2019 2:55 pm
  • Updated:September 8, 2019 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল তিন বছর আগের স্মৃতি৷ ২০১৬-তে ঢাকার জার্মান বেকারির চিত্র ধরা পড়ল গাজীপুর জেলার বোর্ড বাজারের একটি হোটেলে৷ শনিবার রাত ২টোর সময় প্রবল বিস্ফোরণে উড়ে গেল গোটা হোটেলটি৷ ঘটনায় জখম হয়েছে অন্তত ১৮ জন। এই বিস্ফোরণের সঙ্গে কোনও নাশকতার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

[ আরও পড়ুন: নোবেলের সব ফেসবুক প্রোফাইলই ভুয়ো! কী বললেন গায়ক? ]

Advertisement

এই বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিস বিভাগের উপপ্রধান হারুনুর রশিদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইউনিট। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো হয়৷ এবং হোটেলের উপরের ব্যাংকে আটকে পড়া এক নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেন তাঁরা। দমকল সূত্রে খবর, বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে হোটেলের পাশের কয়েকটি বাড়িতেও৷ ঘটনায় জখম অন্তত ১৮ জন৷ তবে ঠিক কীভাবে ও কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য দিতে পারেনি প্রশাসন৷

[ আরও পড়ুন: রোহিঙ্গাদের দাপাদাপিতে ত্রস্ত হাসিনা সরকার, সংখ্যালঘু হওয়ার আশঙ্কা বাংলাদেশিদের ]

গাছা থানার ভারপ্রাপ্ত ওসি ইসমাইল হোসেন বলেন, ‘‘প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে, তা অনুমান করলেও, পরে দেখা যায় সেটি অক্ষত রয়েছে। তাই বিস্ফোরণের সঠিক কারণ বোঝা যাচ্ছে না।’’ বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এম আতিকুল ইসলাম। তিনি জানান, কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলামকে। সাত দিনের মধ্যে কমিটিকে ঘটনার বিবরণ জমা দিতে বলা হয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উলটো দিকের একটি মসজিদের জানালার কাচ ও মাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement