Advertisement
Advertisement

দুর্গা মণ্ডপের সামনে প্রবল বিস্ফোরণ, উদ্ধার চারটি তাজা বোমা

ঘটনার তদন্তে পুলিশ৷

Blast in Bangladesh Durga Puja pandal
Published by: Tanujit Das
  • Posted:October 14, 2018 4:19 pm
  • Updated:October 14, 2018 4:19 pm  

সুকুমার সরকার, ঢাকা: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের হরিনগর বাজার৷ একটি দুর্গাপুজো মণ্ডপের সামনে বিস্ফোরণ হয়েছে বলে খবর৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে৷ যদিও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা৷

[রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস বিশ্ব ব্যাংকের]

Advertisement

স্থানীয় বাসিন্দাদের মতে, রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই প্রবল শব্দ শোনা যায়৷ কেঁপে ওঠে গোটা এলাকা৷ প্রথমে চমকে যান স্থানীয়রা৷ তারপর বাড়ির বাইরে এসে তাঁরা দেখেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ৷ বুঝতে পারেন যে, বোমা বিস্ফোরণের ফলেই এই আওয়াজ হয়েছে এবং ধোঁয়ার সৃষ্টি হয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ খোঁজ শুরু করলে চারটি দুর্গা মণ্ডপের খুব কাছ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷

[শরীরে ১৮০০ স্প্লিন্টার নিয়ে আজও লড়াই চালাচ্ছেন পারভিন   ]

জানা গিয়েছে, বিস্ফোরণের পরই চারজনকে ঘটনাস্থল থেকে পালাতে দেখেন এলাকাবাসী৷ তাঁদের বিশ্বাস বিস্ফোরণের পিছনে এদেরই হাত রয়েছে৷ তবে এরা কেউ এলাকার নয় বলেই জানিয়েছেন হরিনগর বাজার পুজো উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার মল্লিক৷ তিনি বলেন, ”বিস্ফোরণের পর এলাকাবাসী ঘটনাস্থলের দিকে গেলে চারজনকে পালাতে দেখা যায়৷ আমাদের বিশ্বাস এরাই বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছেন৷ আমরা ওখানে গেলেই দুর্বৃত্তরা চারটি তাজা বোমা ফেলে পালিয়ে যায়।” ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ৷ তবে পুলিশের অনুমান, এটা নিছকই দুর্ঘটনা৷ ইচ্ছাকৃত ভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি৷ দুষ্কৃতীরা অন্য কোথাও বিস্ফোরণের উদ্দেশ্যে বোমা মজুত করছিল বলে মনে করা হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement