সুকুমার সরকার,ঢাকা: রবিবার বাংলাদেশে (Bangladesh) নির্বাচন। তার আগে তদারকি সরকারের অধীনে নির্বাচনে দাবি তুলেছিল প্রধান বিরোধী দল বিএনপি (BNP)। কিন্তু তা আদায় করতে না পেরে নির্বাচন যেনতেন প্রকারেণ ঠেকাতে মরিয়া তারা। অভিযোগ, বন্ধ-অবরোধের পাশাপাশি আগুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যা বহু মানুষের প্রাণ কাড়লেও দলটির কোনও হেলদোল নেই।
শনিবার থেকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক বন্ধ শুরু হয়েছে। এদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে গণপরিবহণের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম। এদিকে বেনাপোল এক্সপ্রেসে আগুন কাণ্ডের ঘটনাস্থল জুরাইন রেললাইনের পাশের বস্তিতে রাত ১২টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল-পেট্রলবোমা-সহ তিনজনকে আটক করেছে র্যাব। গতকাল, শনিবার রাজধানী ঢাকার কাছে একটি ট্রেনে ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দাউদাউ করে জ্বলে উঠে আগুন। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। জানা গিয়েছে, বেনাপোল থেকে ঢাকায় আসছিল বেনাপোল এক্সপ্রেস। কমলাপুর স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে রাত ৯টা নাগাদ ককটেল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দাউদাউ করে জ্বলে উঠে আগুন। প্রাথমিক ভাবে একজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলেও পরে জানা যায়, আরও চারজনও প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা বন্ধ ডেকেছিল বিএনপি। এর পর আরও কয়েক দফা বন্ধ পালন করেছে তারা। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটও পৃথকভাবে বন্ধ-অবরোধ দিয়ে যাচ্ছে। এদিকে এহেন পরিস্থিতিতেও দেশের মানুষ নির্বাচন নিয়ে মাতোয়ারা। ইদ-পুজোর মতো উৎসব আবহ বিরাজ করছে দেশ জুড়ে। আগামীকাল রবিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
পদ্মাপাড়ের জেলা রাজবাড়ির বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যাটলয় ভোটকেন্দ্রে গ্রাম পুলিশ সদস্য রণজিৎ কুমার দে (৪০)খুন হয়েছেন। শুক্রবার রাতের কোনও এক সময় তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী রিতা দে বলেন, রাত সাতটার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বলে বাড়ি থেকে বের হন রণজিৎ। শনিবার সকালে জানা যায় তিনি খুন হয়েছেন। এদিকে গাজিপুরে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক স্কুল, টিএনটি সরকারি প্রাথমিক স্কুল ও কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক স্কুল অফিস কক্ষে আগুন দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.