Advertisement
Advertisement
Dhaka

খাসির বদলে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি করে জমজমাট ব্যবসা! ঢাকায় গ্রেপ্তার মালিক

'আল্লাহর দান' নামে দোকানের ৫ টি শাখা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠিয়েছে পুলিশ।

Biriyani seller used Dog meat instead of mutton, arrested in Dhaka | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 17, 2022 4:28 pm
  • Updated:May 17, 2022 4:28 pm  

সুকুমার সরকার, ঢাকা: কুকুরের মাংস দিয়ে তৈরি হচ্ছে কাচ্চি বিরিয়ানি! আর তা বিকোচ্ছে রমরমিয়ে। ঢাকার (Dhaka) আশুলিয়ায় জাল ব্যবসা ফেঁদে বসার অভিযোগে বিরিয়ানি (Biriyani) হাউসের মালিক রাজীবকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। ওই বিরিয়ানি হাউসের মাংস এবং হাড় বাজেয়াপ্ত করে পরীক্ষাগারে পাঠিয়েছে। এই ঘটনায় পলাতক রয়েছেন মালিক রাজীবের অন্যতম সহযোগী বিল্লাল হোসেন।

এই দোকানের বিরুদ্ধেই অভিযোগ

জানা গিয়েছে, আশুলিয়ার বিভিন্ন জায়গায় ‘আল্লাহর দান’ নামে বিল্লাল হোসেনের ৭টি বিরিয়ানি দোকান রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তুলনামূলক কম দামে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রি করছিল রাজীব। তার ব্যবসাও ছিল জমজমাট। আলমগির হোসেন নামে এক ক্রেতা জানান, তিনি নিয়মিত কাচ্চি খান। রবিবার দুপুরে ওই দোকানে কাচ্চির মাংস মুখে দিতেই তার সন্দেহ হয়। কীসের মাংস, তা জিজ্ঞেস করতেই খাসি বলে জানানো হয়। সন্দেহ দানা বাঁধতেই তিনি খাবার শেষ না করেই ১৮০ টাকা দিয়ে চলে যান।

Advertisement

[আরও পড়ুন: ‘ডোনেট মি এ গার্লফ্রেন্ড’, প্ল্যাকার্ড হাতে রাস্তায় ঘুরছেন যুবক! ব্যাপারটা কী?]

রাজীব ও তার সহকারী বিল্লাল কুকুরের মাংস সংগ্রহ করে তা খাসি বলে চালিয়ে বিক্রি করছেন। রবিবার রাতে বিষয়টি ফাঁস হয়ে যায়। তাতেই শোরগোল পড়ে যায় আশুলিয়ায়। তথ্য সংগ্রহ করতে রাত ১২টা নাগাদ আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আল্লাহর দান’ নামে পাঁচ দোকানে যান সংবাদকর্মীরা। সেসময় বিরিয়ানির দোকানের মালিকের রাজীবের অন্যতম সহকারী ও খুড়তুতো ভাই বিল্লাল বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের অর্থের প্রলোভন দেখান বলেও অভিযোগ। এমনকী কর্মীদের উপর হামলা চালানো হয়।

[আরও পড়ুন: টুইটার কিনছেন না এলন মাস্ক! পরাগ আগরওয়ালকে চূড়ান্ত হুঁশিয়ারি টেসলা কর্তার]

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরিয়ানি হাউজের মালিক রাজীবকে গ্ৰেপ্তার করে। আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্ৰেপ্তার করা হয়েছে। প্রমাণ পেতে বিরিয়ানির দোকানের মাংস ও হাড্ডি সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খাসি বলে কুকুরের মাংস বিক্রির ঘটনা জানাজানি হওয়ার ওই বিরিয়ানির দোকানের সব শাখা বন্ধ করে দিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement