শামসুল ইসলাম
সুকুমার সরকার, ঢাকা: স্বপ্ন ছিল কম খাটনিতে প্রচুর বড়লোক হওয়ার! তাই জুয়ো খেলে টাকা রোজগার করতে চেয়েছিল ব্যাংকে কর্মরত এক ছাপোষা কর্মী। স্বপ্ন সত্যি করতে আইপিএল খেলার সময় ক্রিকেট জুয়োতে টাকা লগ্নি করতেও শুরু করে। কিছুদিন বাদে নিজের টাকা ফুরিয়ে যায়। তাই ব্যাংকের ভল্ট থেকে তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নিয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। বড়লোক হওয়ার বদলে যেতে হল সোজা শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজশাহী প্রিমিয়ার ব্যাংকে। আর টাকা সরিয়ে জুয়ো খেলার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই ব্যাংকের ক্যাশ ইনচার্জ শামসুল ইসলাম ওরফে ফয়সাল।
বুধবার আদালতের নির্দেশে ৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রাজশাহীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ফয়সাল। আইপিএল (Indian Premier League) খেলায় অনলাইনে বাজি ধরতেই ওই টাকা সরিয়েছে বলে দাবি করেছে সে। এই বিষয়ে বলে, ‘ভল্টটা ঠিক আমার ডেস্কের পাশে ছিল। ওখানে সবসময় ১৫ কোটি টাকা ক্যাশ থাকত। খাতাকলমে টাকার হিসাবও আমিই রাখতাম। অনেকদিন ধরে খেয়াল করতাম কেউ ভল্টের টাকার ব্যাপারে আগ্রহ কিংবা খোঁজ রাখে না। তাই সবার অগোচরে একদিন ভল্টের সামনের লাইন ঠিক রেখে পিছনের দিক থেকে দুই বান্ডিল টাকা সরিয়েছিলাম। দেখলাম সেটা কেউ টের পায়নি। এরপর বিভিন্ন সময়ে সাড়ে তিন কোটি টাকার মতো নিয়েছি।’
এপ্রসঙ্গে বোয়ালিয় থানার OC নিবারণ চন্দ্র বর্মন জানান, গত ২৪ জানুয়ারি ফয়সালের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার সেলিম রেজা খান। তাঁর অভিযোগপত্রে মোট ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চুরি করার কথা উল্লেখ করা হয়েছিল। তদন্তে নেমে শামসুল ইসলামকে গ্রেপ্তার করার পর ২৬ জানুয়ারি আদালতে হাজির করে তিনদিনের হেফাজত চাওয়া হয়। তা মঞ্জুর করে বুধবার ফের ফয়সালকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.