Advertisement
Advertisement

Breaking News

নোবেল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! নোবেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিশোরীর

সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা৷

Bangladesh's singer Nobel allegedly raped a teenager
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2019 11:47 am
  • Updated:August 16, 2019 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল সারেগামাপা খ্যাত বাংলাদেশি গায়ক নোবেলের বিরুদ্ধে৷ সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় নোবেলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন গোপালগঞ্জের এক কিশোরী৷ গায়কের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি৷

[আরও পড়ুন: দেড় ঘণ্টায় তিনবার গণধর্ষণ! থানায় আটকে অত্যাচার করায় কাঠগড়ায় ওসি-সহ ৫]

বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর নোবেলের সঙ্গে আলাপ হয় গত বছর৷ এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়৷ একে-অপরের প্রেমে পড়ে যায়৷ নোবেল ওই কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ৷ কিশোরীর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে সহবাস করেন নোবেল৷ পরে যদিও বিয়ে তো দূর সম্পর্ক রাখতেও অস্বীকার করেন বাংলাদেশি গায়ক৷ এই ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন অভিযোগকারিণী৷ ওই কিশোরীর দাবি শুধু তিনিই নন, নোবেল এমন অনেকের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে৷

Advertisement

বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিযোগকারিণী৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি নোবেল মাদকাসক্ত বলেও ফেসবুক স্ট্যাটাসে লেখেন তিনি৷ নির্যাতিতার দাবি, নোবেল যে একের পর এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, তা জানেন গায়কের বাবা-মাও৷ তাঁর আরও অভিযোগ, প্রথমে মিষ্টি কথায় ছেলের বান্ধবীদের সঙ্গে আলাপ করলেও, নোবেলের প্রয়োজন মিটে গেলে ওই কিশোরীদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাঁরা৷ অভিযোগের পাশাপাশি নোবেলের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নির্যাতিতা৷ বাংলাদেশি গায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷

[আরও পড়ুন: ঝাড়ফুঁকের নামে ধর্ষণ, ইমামের লালসার শিকার কিশোরী]

জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নেটদুনিয়ায় সমালোচিত নোবেল৷ বাংলাদেশি গায়ক পাশে পাননি তাঁর দেশকেও৷ সেখানেও সমানভাবে কটাক্ষের শিকার হয়েছেন তিনি৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বেশ খানিকটা অস্বস্তিতে বাংলাদেশি গায়ক৷ তবে এ বিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement