Advertisement
Advertisement
হিরো আলম

৫০০ পরিবারকে খাবার বিলি, লকডাউনের মাঝে দুস্থদের পাশে হিরো আলম

দরিদ্র মানুষদের পাশে সবসময় আছেন, জানান হিরো আলম।

Bangladesh's actor Hero Alam distributes food to poor people
Published by: Sayani Sen
  • Posted:March 30, 2020 2:29 pm
  • Updated:March 30, 2020 2:29 pm  

সুকুমার সরকার, ঢাকা: বিতর্কের জেরে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন হিরো আলম। তবে এবার আর বিতর্ক নয়। সমালোচকদের যোগ্য জবাব দিয়ে মানবতার পরিচয় দিলেন তিনি। দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন অভিনেতা। দিলেন চাল, ডাল, তেল, আলু-সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

করোনার জেরে বাংলাদেশেও চলছে লকডাউনে। তার ফলে উপার্জনও প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন আনি দিন খাই মানুষগুলো। টাকা না খেলে খাবারের জোগান কীভাবে করবেন, তা নিয়ে যথেষ্ট চিন্তিত তাঁরা। করোনা সংক্রমণের আশঙ্কার পাশাপাশি দুস্থ মানুষগুলির কথা ভেবে চিন্তিত হিরো আলম। তাই তাঁদের পাশে এগিয়ে এসেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। দেশের উত্তর জনপদ জেলা বগুড়া-৪ আসনের শেরপুর ও নন্দীগ্রামের মানুষদের পাশে দাঁড়ান তিনি।  আশরাফুল আলম ওরফে হিরো আলম ওই এলাকার ৫০০ দরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, লবণ-সহ প্রয়োজনীয় উপকরণ দেন।

Advertisement

তিনি বলেন, “নিজের সামর্থ্যে যা আছে, তাই দিয়েই নিজের এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছি।” অভিনেতা আরও বলেন, “আমি যা পেরেছি করেছি। সমাজের বিত্তবানরাও এই মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসুক আমি তা চাই।” সমাজের বিত্তবানদের উদ্দেশে হিরো আলম বলেন, “আপনারা তো অনেক টাকা উপার্জন করেন, কিন্তু মানুষের উপকারে তো আসেন না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এখন সবাই এগিয়ে আসুন।”  হিরো আলম বলেন, “আমি ওঁদের দুঃখ বুঝি। কারণ, আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।” নিজের এলাকার দরিদ্র মানুষদের পাশে সবসময় আছেন বলেও জানান হিরো আলম।

[আরও পড়ুন: শুনশান রাস্তায় পড়ে বিদেশি যুবক! করোনা আতঙ্কের মাঝে সিলেটে নয়া চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement