Advertisement
Advertisement
Bangladesh

অবৈধভাবে সীমান্ত পারাপার, সাতক্ষীরায় বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি যুবকের

গুলিতে মৃত্যুর ঘটনা অস্বীকার করেছে বিএসএফ।

Bangladeshi youth killed after BSF shooting at India border | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:October 9, 2022 1:47 pm
  • Updated:October 9, 2022 2:00 pm  

সুকুমার সরকার, ঢাকা: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় বিএসএফের (BSF) গুলিতে নিহত এক বাংলাদেশি যুবক। রবিবার সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের ঘটনায় তুমুল উত্তেজনা। মৃতের নাম মহম্মদ হাসানুজ্জামান ওরফে মান্দুলি, বয়স ২৫ বছর। ভারতের কৈজুরি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) ঢোকার সময় বিএসএফ জওয়ানরা পাচারকারী সন্দেহে গুলি চালান। তাতেই মৃত্যু হয় হাসানুজ্জামানের। যদিও বিএসএফ গুলির ঘটনা অস্বীকার করেছে।

মৃতের বাবা হায়দার আলি জানান, রবিবার ভোর ৪টে নাগাদ সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের (Border) ভারতের কৈজুরি এলাকায় এই ঘটনা ঘটে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রথমে আহত অবস্থায় হাসানুজ্জামানকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা, বাড়িতে ডেকে নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারল অভিযুক্তর মা]

হায়দার আলি জানান, পাসপোর্ট না থাকায় তাঁর ছেলে কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে (India) এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার ভোর ৪টে নাগাদ একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরি সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। ভারতের কৈজুরি ক্যাম্পের টহল বিএসএফ জওয়ানরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে হাসানুজ্জামানের বুকে গুলি লাগে।

[আরও পড়ুন: ঢাক বাজিয়ে, সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে পুজো কার্নিভ্যাল জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]

নিহতের শ্বশুর সাইফুল ইসলাম জানান, বিএসএফের গুলিতে আহত হাসানুজ্জামানকে সকাল ৬টা ১৫ মিনিটে সাতক্ষীরার খৈতলার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তাঁরা হাসানুজ্জামানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসানুজ্জামানের সাতমাস বয়সি এক সন্তান আছে। এই হত্যার বিচারের দাবি করেন।

ঘটনা নিয়ে সাতক্ষীরা বিজিবি (BGB) ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, “বিএসএফ প্রাথমিকভাবে ঘটনাটি অস্বীকার করেছে। আমরা পতাকা বৈঠকের জন্য তাদের আহ্বান করেছি। পতাকা বৈঠক হলে বিস্তারিত জানা যাবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement