Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

ধরে ধরে হত্যা করা হবে ইসকন ভক্তদের! বাংলাদেশে হুমকি মুসলিম কট্টরপন্থীদের

সোশাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত ও আমেরিকার হস্তক্ষেপ চেয়েছেন ইসকনের এক সদস্য। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের খাঁড়া নেমে এসেছে।

Bangladeshi Muslims have given ultimatum to muhammad Yunnus to ban ISKCON
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 15, 2024 2:33 pm
  • Updated:November 15, 2024 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে নিষিদ্ধ করা হোক ইসকনকে। না হলে ধরে ধরে হত্যা করা হবে ইসকন ভক্তদের! চরম হুঁশিয়ারি দিয়েছে মুসলিমরা। সোশাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত ও আমেরিকার হস্তক্ষেপ চেয়েছেন ইসকনের এক সদস্য। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের খাঁড়া নেমে এসেছে। ভারত, আমেরিকা-সহ বহু দেশ এনিয়ে কড়া বার্তা দিয়েছে ইউনুস সরকারকে। কিন্তু তার পরও নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের।    

গত ৫ নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে ‘জঙ্গি সংগঠন’-এর তকমা দেন তিনি। যার পরই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম। বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর ও গ্রেপ্তারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনা ও পুলিশের বিরুদ্ধে। এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে মুসলিমরা। গতকাল বৃহস্পতিবার এনিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ইসকনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র রাধারমণ দাস।

Advertisement

ভারত ও আমেরিকার হস্তক্ষেপ দাবি করে এক্স হ্যান্ডেলে রাধারমণ দাস লেখেন, ‘বাংলাদেশি মুসলিমরা ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে। ইসকনকে নিষিদ্ধ করা না হলে তারা ইসকন ভক্তদের ধরে ধরে হত্যা করবে।’ তাঁর দাবি, এক মুসলিম কট্টরপন্থী নেতা বলেছেন, “আমরা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। যদি তা না করা হয়, তাহলে দেশের রাস্তায় ইসকন ভক্তদের গণহত্যা শুরু করা হবে। হিন্দুদের হাত থেকে বাংলাদেশের পবিত্র ভূমি রক্ষা করতে হবে।”এই লেখার সঙ্গেই তিনি ওই নেতার ভিডিও শেয়ার করেন (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। একই সঙ্গে রাধারমণ এই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার রিপাবলিকান নেত্রী তুলসী গাবার্ডকে ট্যাগ করেন।

গতকালই বাংলাদেশের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির কোনও প্রয়োজন নেই বলে জানান অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। সংবিধান সংক্রান্ত মামলায় বাংলাদেশ হাই কোর্টে তিনি বলেন, দেশের ৯০ শতাংশ নাগরিকই মুসলিম। তাই ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির দরকার নেই। এর পরই নানা বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, এবার কি ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ? আর যদি বাস্তবেই এমনটা হয় তাহলে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা যে আরও করুণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামি লিগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই হিন্দুরা নিপীড়নের শিকার হন। তাঁদের ঘরবাড়ি ও বেশ কয়েকটি মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ ওঠে। দুর্গাপুজোর সময়েও বেশ কয়েকটি মন্দিরকে হুমকি দেওয়া হয়। এর পর গত ৫ নভেম্বর চট্টগ্রামের ঘটনায় শতাধিক হিন্দুকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement