Advertisement
Advertisement
Bangladesh

জঙ্গি ডেরা থেকে পালিয়ে পুলিশকে ফোন, আত্মসমর্পণের ইচ্ছাপ্রকাশ ঢাকার তরুণের

তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ।

Bangladesh youth calls emergency no. to surrender after fleeing from Terrorist group | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 15, 2023 1:50 pm
  • Updated:February 15, 2023 1:53 pm  

সুকুমার সরকার, ঢাকা: স্বাভাবিক জীবনে ফিরতে চায় জঙ্গি  দলে (Terrorist Group) যোগ দেওয়া বাংলাদেশি (Bangladesh) তরুণ। জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছাপ্রকাশ করল  বছর ছাব্বিশের ছেলেটি। মঙ্গলবার ফোন করে ওই তরুণ। পুলিশ কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করে ঢাকার উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে জানান। পরে উত্তরখান থানার ওই তরুণকে উদ্ধার করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) মহম্মদ আবদুল মজিদ।

আত্মসমর্পণকারী (Surrender)২৬ বছর বয়সি ওই তরুণের নাম প্রকাশ করেনি পুলিশ। সে এখন উত্তরখান থানা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ৯৯৯-এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার। পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের নামে কুমিল্লার গ্রামের বাড়ি থেকে টাকা চুরি করে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বিয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছাড়ে ওই তরুণ। এরপর সে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করে। প্রশিক্ষণের জন্য তাদের যাওয়ার কথা ছিল কক্সবাজার (Cox’s Bazar)। কিন্তু এরই মধ্যে ওই যুবক নিজের ভুল বুঝতে পেরে জঙ্গি ডেরা থেকে পালিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার থেকেও ভাল…’, কোহলিদের ‘পাঠান ডান্স’-এর ভিডিও দেখে মুগ্ধ শাহরুখ]

পরে সে উত্তরখান থানায় এক ব্যক্তির কাছে আশ্রয় নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছাপ্রকাশ করে জরুরুি নম্বর (Emergency No.) ৯৯৯ নম্বরে কল করে। কিন্তু তার ভয় ছিল, এ কথা জানতে পারলে বা তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে তাকে জীবন হারাতে হতে পারে। তাই জরুরি জাতীয় সেবা নম্বরে ফোন করে আত্মসমর্পণের কথা জানায় সে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ আবদুল মজিদ সাংবাদিকদের জানান, স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা জানানো তরুণকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: প্রেমের সপ্তাহে বিকোল ১ কোটি, ভিন রাজ্যেও সেরা বাংলার লাল গোলাপ]

উল্লেখ্য, বেশ কিছু তরুণের ঘর ছাড়া তদন্তে নেমে ২০২২ সালের অক্টোবরে RAB নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানায়। এরপর পর্যায়ক্রমে অভিযান চালিয়ে প্রায় জন তরুণকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement