Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

স্ত্রী নাকি ড্রাকুলা! বচসার মাঝেই কামড়ে ছিঁড়ে নিলেন স্বামীর কান

ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীয়ের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত।

Bangladesh: Woman bit husband's ear during heated argument

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 9, 2024 6:45 pm
  • Updated:June 9, 2024 6:45 pm  

সুকুমার সরকার, ঢাকা: দাম্পত্য কলহ, আর তার জেরে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী। কাণ্ডটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোণা জেলার মোহনগঞ্জে। প্রাথমিকভাবে জখম ব্যক্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও কানের বিচ্ছিন্ন অংশ স্থাপন করতে পারেননি চিকিৎসকরা। পরে তাঁকে ফিরিয়ে এনে আবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করা হয়।

জখম ব্যক্তির নাম শান্ত মিঁয়া (৫০)। মোহনগঞ্জ পুরশহরের উত্তর দৌলতপুরের বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম রাহেলা বেগম। শান্ত মিয়া ও তাঁর স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হত। সেদিনও দুজনের মধ্যে অশান্তি বেঁধেছিল। সেই সময় রাহেলা ক্ষেপে গিয়ে শান্তর কান কামড়ে পুরোটাই ছিঁড়ে নেন। মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলেও কোনো উন্নতি হয়নি। এ সময় বিচ্ছিন্ন কানের অংশটুকুও নিয়ে যাওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ৯ থেকে ১৫ জুন পর্যন্ত Horoscope: গৃহে সুখ-শান্তি থাকবে? না বিপদ বাড়বে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

তাতেও কোনও লাভ হয়নি। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কানের ছেঁড়া অংশ জোড়া দেওয়ার চেষ্টা চলছে। তবে স্ত্রীয়ের এই কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। 

[আরও পড়ুন: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে মোদি, বাংলার কপালে মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement