Advertisement
Advertisement
Bangladesh

‘আগামী বছরই রাজনৈতিক সরকার’, দ্রুত ভোটের ইঙ্গিত ইউনূসের উপদেষ্টার

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই জানালেন ইউনূস সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Bangladesh will soon get elected govt, hints one of the adviser of Yunus Govt
Published by: Sucheta Sengupta
  • Posted:December 7, 2024 8:23 pm
  • Updated:December 7, 2024 8:28 pm  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: আগামী বছরই বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক সরকার পাবে। দ্রুত ভোটের ইঙ্গিত দিয়ে এমনই জানালেন ইউনূস সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী চারটি কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করে তাঁর দাবি, আগামী বছর রাজনৈতিক সরকার তৈরি হওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ।

শনিবারের অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন বলেন, ”এই মুহূর্তে দেশের বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয়বৈষম্য। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে বাংলাদেশ অনেক দূরে রয়েছে।” বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদউদ্দিনের বক্তব্য, উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে।

Advertisement

এদিকে নির্বাচন কমিশন বিধিমালা, ২০১০-এর বিধি ৩-এর উপ-বিধি ২-এর উপ-বিধি অনুযায়ী ৪ টি কমিটি গঠন করা হয়েছে। এই সংক্রান্ত ৪ টি পৃথক বিজ্ঞপ্তি জারিও করা হয়। চারটি কমিটির মধ্যে ৮ সদস্যের ‘আইন ও বিধি সংস্কার কমিটির’ প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছুউদ। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে নির্বাচনী আইন-সহ নির্বাচন কমিশন সচিবালয়ের সকল আইন ও বিধি-বিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সঙ্গে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদের নেতৃত্বে গঠন করা হয়েছে ৯ সদস্যের আরেকটি কমিটি। এসব কি আদৌ দ্রুত নির্বাচনের তোড়জোড়? উত্তর দেবে সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement