Advertisement
Advertisement
Bangladesh

প্রশ্ন তোলা যাবে না অন্তর্বর্তী সরকারকে নিয়ে, আসছে ফতোয়া!

প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না।

Bangladesh will pass resolution against criticism of interim government

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 7, 2024 4:37 pm
  • Updated:November 7, 2024 4:37 pm  

সুকুমার সরকার, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ। ফলে এই আদেশনামা জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। যতদিন না জাতীয় নির্বাচন হয়ে নয়া প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন, ততদিন পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে।

জানা গিয়েছে, সম্প্রতি ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। যেখানে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সবরকম সাহায্য ও সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। উপদেষ্টা পরিষদে নিয়োগ করা হবে না ২৫ বছরের কম বয়সীদের। সরকারি কর্মচারীদের সহায়তায় অন্তর্বর্তী সরকার কাজ করবে। তবে এই অধ্যাদেশ কত দিনের মধ্যে জারি হতে পারে, তা এখনও জানা যায়নি।

Advertisement

সূত্রের খবর, এই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আদেশনামা চূড়ান্ত করা হবে। তার পর রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির ব্যবস্থা করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকার এমন অধ্যাদেশ জারি করলে এটি নিয়ে আইনগত নানা প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, হঠাৎ করে এমন অধ্যাদেশের প্রয়োজন হল কেন? ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় বর্তমানে সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা এবং প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ বলে কিছু নেই। এই কারণে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেই জন্য অধ্যাদেশ জারি করা হবে।

গত ১৯ সেপ্টেম্বর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাদের মতোই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উপদেষ্টাদের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেওয়া থাকলেও এখন উপদেষ্টাদের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে না। খসড়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদ-সংক্রান্ত ধারায় বলা হয়েছে, যে তারিখে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন, সেই তারিখ থেকে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী কার্যভার গ্রহণ করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। এর আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ ছিল ৯০ দিন। তাই অন্তর্বর্তী সরকারের কাজ কী হবে, তা-ও ঠিক করে দেওয়া হচ্ছে অধ্যাদেশে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement