Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

চাপে পড়তেই তিক্ততা ভুলে ভারতের থেকে ১১৩৮ কোটির ডিজেল কিনছে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল।

Bangladesh will buy Diesel from India

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 29, 2025 4:03 pm
  • Updated:January 29, 2025 4:04 pm  

সুকুমার সরকার, ঢাকা: তিক্ততা সরিয়ে এবার ভারতের থেকে ১১৩৮ কোটি টাকার ডিজেল কিনছে ঢাকা। শেখ হাসিনাহীন বাংলাদেশের রাজনৈতিক চিত্র এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। মহম্মদের ইউনুসের সরকারের আমলে পালটে গিয়েছে কূটনৈতিক সম্পর্কও। পদ্মাপাড়ে এখন বইছে ভারত বিরোধী হাওয়া। মুজিবকন্যার প্রত্যর্পণ, হিন্দু নির্যাতন, সীমান্তে অশান্তি, এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে চাপানউতোর চলছে। কিন্তু টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে এবার তিক্ততা ভুলে দিল্লির থেকেই সাহায্য চাইছে ঢাকা।  

হাসিনা সরকারের পতনের পর যতই মতবিরোধ থাকুক না কেন পড়শি দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছিল ভারত। এই মুহূর্তে বাংলাদেশের নানা প্রান্তে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে হাত পুড়ছে আম জনতার। তাই চাল, ডিম, পেঁয়াজ, আলু, চিনির রপ্তানি বজায় রেখেছে দিল্লি। এবার ডিজেল কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইউনুস সরকার। মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখানেই ভারত থেকে ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। যার মূল্য ১১৩৮ কোটি টাকা।

Advertisement

বলে রাখা ভালো, প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে ৫.৫০ ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে এদিন উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছরের মেয়াদের চুক্তির আওতায় ২০১৬ থেকে ডিজেল আমদানি করা হচ্ছে। পাইপলাইন নির্মাণের আগে এনআরএল থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আমদানি করা হত। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।

উল্লেখ্য, প্রায় দুবছর পর গত নভেম্বরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে চাল আমদানি শুরু করেছে বাংলাদেশ। দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। এরপরই হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পান। এতে চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে দাবি আমদানিকারকদের। আমদানিকৃত প্রতি কেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement