Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

‘যুদ্ধ নয়, আমরা শান্তি চাই’, ইজরায়েলের বুকে ইরানের হামলা নিয়ে বিবৃতি বাংলাদেশের

শনিবার রাতে ইজরায়েলের বুকে একের পর এক মিসাইল ছোড়ে ইরান।

Bangladesh wants peaceful resolution on Israel-Iran conflict
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 15, 2024 6:01 pm
  • Updated:April 15, 2024 6:01 pm  

সুকুমার সরকার, ঢাকা: সব আশঙ্কা সত্যি করে গত শনিবার ইজরায়েলে হামলা চালায় ইরান। গাজায় হামাস বনাম ইজরায়েল রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই ফের আরেক যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে মধ্যপ্রাচ্যে। কিন্তু আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে। ইরান ও ইজরায়েল দুদেশই হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে সংঘাতের বদলে শান্তির পথ বেছে নেওয়ার কথা বলল বাংলাদেশ।

গাজায় হামাস নিধনে ইজরায়েল যে অভিযান চালাচ্ছে তা নিয়ে নিন্দায় সরব ইরান। বহুবারই ইহুদি দেশটিকে নিশানা তোপ দেগে চলেছিল তেহরান। এর মাঝেই গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের (Israel) ‘হাত’রয়েছে বলে অভিযোগ ছিল ইরানের। তার পরেই তেল আভিভকে লাগাতার সতর্কবার্তা দিয়েছে তেহরান। অবশেষে শনিবার রাতে ইজরায়েলের বুকে একের পর এক মিসাইল ছোড়ে ইরান।

Advertisement

[আরও পড়ুন: গুণে গুণে দিতে হল ৫৫ কোটি! সোমালি জলদস্যুদের কবল থেকে অবশেষে মুক্ত বাংলাদেশি নাবিকরা]

এনিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদকে প্রশ্ন করা হয়। যার উত্তরে তিনি বলেন, “ইজরায়েল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা করায় ইরান এই আক্রমণের সুযোগ পেয়েছে, অন্যথায় এটি হত না। ইরানের বক্তব্য তাই। তবে বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির পক্ষে রয়েছে। আমরা চাই, ইরান-ইজরায়েল দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে যেসব রাষ্ট্রের ভূমিকা পালন করার কথা, তারা কার্যকরী ভূমিকা নেয়।”

সাংবাদিকদের সঙ্গে কথায় উঠে আসে গাজায় প্যালেস্তিনীয়দের মৃত্যুর প্রসঙ্গ। যা নিয়ে হাসান মাহমুদ বলেন, “গাজায় নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। অবিলম্বে সেই হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে পদক্ষেপ করা হবে। বাংলাদেশ এই প্রত্যাশাই করে।” বলে রাখা ভালো, গত ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। যার বদলা নিতে গত ছয় মাস ধরে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে তেল আভিভ। ইতিমধ্যেই গাজায় মৃতের সংখ্যা ৩৩ হাজার পেরিয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ইরানের ড্রোন রুখে দিচ্ছে ইজরায়েলের ‘লৌহবর্ম’, কী এই ‘আয়রন ডোম’?]

উল্লেখ্য, পরিস্থিতি এখন থিতিয়ে গেলেও ইরান-ইজরায়েল সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে নানা মহলে। শনিবার ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলার পর বিবৃতি দিয়ে ভারত জানিয়েছিল, “পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরানের যুদ্ধ পরিস্থিতির অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তবে এখনই যুদ্ধ থামিয়ে শান্তির পথে ফেরার আহ্বান জানাচ্ছি। আমাদের হিংসা ছেড়ে কূটনীতির পথে ফিরতে হবে। ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা প্রয়োজন।” উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাফ জানিয়ে দেন, মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই বিধ্বস্ত। আরও একটা যুদ্ধ সহ্য করতে পারবে না বিশ্ব। এবার যুদ্ধে না গিয়ে শান্তির বার্তা দিল বাংলাদেশও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement