সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে এবার বাকযুদ্ধে জড়িয়ে পড়ল দুই বাংলা। বাংলা-বিহার-ওড়িশা দখলের হুমকি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পালটা জবাব পেয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। তবে তাতে দমে না গিয়ে ফের কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন বিএনপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ললিপপ’ হুঁশিয়ারিতে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বললেন, ”আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরাও বসে আমলকি চুষব না।” তাঁর এই মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা।
গত শনিবার ঢাকার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির মন্তব্য ছিল, ”আজকের পরিস্থিতিতে ভারত যদি ভাবে আমাদের কোনও জায়গা দখল করে নেবে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশার দখল চাইব। ওটা নবাবের জায়গা, আমার অধিকার আছে।” সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পালটা জবাবে দিয়েছিলেন। মমতার বক্তব্য ছিল, ”কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা দখল করে নেব। যাঁরা এসব বলছেন, তাঁরা ভালো থাকবেন। জানবেন, আপনার ক্ষমতাও নেই আর এটা ভাবারও কারণ নেই যে আপনারা দখল করবেন আর আমরা বসে ললিপপ খাব। আমরা সবাইকে সবার পাশে থাকব, সবাইকে রক্ষা করব।”
মঙ্গলবার ফের এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন রুহুল কবীর রিজভি। ঢাকার এক সমাবেশে ভারতীয় বস্ত্র পুড়িয়ে ভারত-বিদ্বেষী কর্মসূচি পালনের পর মমতার উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “আপনি বলেছেন, বাংলা-বিহার-ওড়িশা দখল করতে গেলে আপনারা বসে ললিপপ খাবেন না। আমিও বলছি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান আমরা কি আমলকি চুষব? তা তো নিশ্চয়ই চুষব না।” বিএনপি যুগ্ম মহাসচিবের এহেন মন্তব্যে দুই বাংলার মধ্যে সহজ সম্পর্ককে কিছুটা অস্থির করে তুলল, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.