সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে চরমে সংখ্যালঘু নিপীড়ন। এবার হিন্দু জাগরণ মঞ্চের নেতার বাড়িতে হামলা! বাধা দেওয়ায় তাঁর মাকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের খাগড়াছাড়ি এলাকায়।
চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর পেরিয়েছে ২ সপ্তাহেরও বেশি সময়। দিন যত যাচ্ছে, উত্তরোত্তর অশান্তি বাড়ছে বাংলাদেশে। অভিযোগ, হিন্দু জানলেই চলছে হামলা। এই অবস্থায় নতুন অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে খাগড়াছাড়ি এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়কের বাড়িতে হানা দেয় একদল যুবক। বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই সময়ই বাধা দিতে যান ওই নেতার মা চুমকি দাস। রেহাই পাননি তিনি। বেধড়ক মারধর করা হয় ওই মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, হাসিনা গদি হারানোর পর থেকেই বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠেছে জামাত, হেফাজতে ইসলামের মতো মৌলবাদী দলগুলো। তাদের বাড়বাড়ন্তে বিপন্ন হিন্দুরা। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পরই অত্যাচার যে হারে বেড়ে গিয়েছে তাতে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন। ভারতীয় হিন্দু জানলে সেই অত্যাচারের পরিমাণ কয়েকগুণ বাড়ছে। এদিকে জামাতের মতো দলের কাছে হাত-পা বাঁধা ইউনুস সরকারের। এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান। যা চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কপালে। কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে বাংলাদেশে অবাধ বিচরণ হতে পারে পাকিস্তানিদের। বাড়বে পারে সন্ত্রাসী কার্যকলাপ। যার আঁচ এসে লাগবে দিল্লিতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.