Advertisement
Advertisement
Hilsa

বাংলাকে পুজোর উপহার হাসিনার, কয়েক হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

মঙ্গলবার থেকেই ইলিশ আমদানি হতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্তে।

Bangladesh to send more than 2000 metric ton hilsa to West Bengal as Durga Puja's gift | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:September 20, 2021 5:23 pm
  • Updated:September 20, 2021 5:24 pm

সুকুমার সরকার, ঢাকা: আসন্ন দুর্গাপুজোয় বাংলাকে বড় উপহার দিতে চলেছে প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। সীমান্ত দিয়ে ধাপে ধাপে দু হাজার মেট্রিক টনেরও বেশি ইলিশ (Hilsa) পাঠাচ্ছে হাসিনা প্রশাসন। সূত্রের খবর, মঙ্গলবার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে ইলিশ ঢুকবে বাংলার বিভিন্ন প্রান্তে। বঙ্গবাসীর দাবি মেনে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনই খবর সে দেশের বিদেশমন্ত্রক সূত্রে। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত আমবাঙালি।

গত কয়েক বছরে সেভাবে পদ্মার ইলিশের স্বাদ পায়নি বঙ্গবাসী।  তবে এবছর সেই আক্ষেপ মিটতে চলেছে।  শেখ হাসিনা প্রশাসনের সিদ্ধান্ত, দুর্গাপুজোর (Durga Puja 2021) আগেই বাংলার জন্য ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। ১০ অক্টোবরের মধ্যে তা এসে পৌঁছনোর কথা রাজ্যে। ব্যবসায়ীদের অনুমান, পেট্রাপোল-বেনাপোল এবং অন্যান্য সীমান্ত দিয়ে বাংলাদেশের ইলিশ ঢোকার পর দ্রুতই তা বাজারে বিক্রি হয়ে যাবে। সকলেই চাইবেন, পদ্মার ইলিশের স্বাদ পেতে। কতজনের  পাতে আদৌ রুপোলি শস্য পড়বে,  সে বিষয়ে সন্দেহ থাকছেই।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকা পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা]

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ হাঁড়িভাঙা আম উপহার দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী হাসিনাকে বাংলায় চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন। সেবারও হাঁড়িভাঙা আমের স্বাদ পেয়ে আহ্লাদিত রাজ্যের মানুষজন শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ইলিশ পাঠানোর আবদারও জানিয়েছিলেন। 

[আরও পড়ুন: বাংলাদেশ গুপ্তধন! উঠোনে মাটি খুঁড়তেই মিলল শতবর্ষপ্রাচীন ৩০ টি রুপোর মুদ্রা]

সেই আবদারই রাখলেন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগেই আসছে পদ্মার ইলিশ। এমনিতেই এখন বাংলার বাজারে রুপোলি শস্যের আকাল।  চড়া দাম দিয়েও মিলছে না ইলিশের সেই স্বাদ। তবে ওপার বাংলা থেকে ২০৮০ মেট্রিক টন ইলিশ এসে বাজারে পৌঁছলে সেই খরা মিটবে বলেই আশাবাদী মৎস্যপ্রিয় বাঙালি। এখন অপেক্ষা পদ্মার ইলিশ হাতে পাওয়ার।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement