Advertisement
Advertisement
আইএস

আইএস যোদ্ধাদের দেশে প্রবেশ রুখতে ট্রাভেল পারমিট নিয়ে কড়া বাংলাদেশ

ট্রাভেল পারমিট নিয়ে বিভিন্ন দেশের জঙ্গিরাও বাংলাদেশে ঢুকতে পারে বলে আশঙ্কা৷

Bangladesh takes tough decision on travel permit to stop entering terrorists

ফাইল ফটো

Published by: Sucheta Sengupta
  • Posted:May 22, 2019 7:38 pm
  • Updated:May 22, 2019 7:38 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ থেকে সিরিয়া ও ইরাকে আইএস-এর হয়ে যুদ্ধ করতে যাওয়া জঙ্গিরা যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য ট্রাভেল পারমিটে রাশ টানল স্বরাষ্ট্রমন্ত্রক৷ মন্ত্রকের পূর্বানুমতি ছাড়া কাউকে ভ্রমণের অনুমতিপত্র দেওয়া হচ্ছে না৷ বাংলাদেশ দূতাবাসগুলিকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে৷

[আরও পড়ুন: পদ না পেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্র লিগের বহিষ্কৃত নেত্রীর]

ইসলামিক স্টেটের পতনের পর গণহারে জঙ্গিদের গ্রেপ্তারি এবং আত্মসমর্পণের পর এই যোদ্ধারা বাংলাদেশে ফিরতে মরিয়া বলে আশঙ্কা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি পুলিশের আইজিপি-র সঙ্গে মন্ত্রকের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকে৷ তাতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক স্তরে জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে৷ তাই প্রাক-পরিচিতি যাচাই ছাড়া কাউকে ট্রাভেল পারমিট দেওয়া হলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়বে৷ এতে পরিচয় গোপন করে যুদ্ধফেরত কোনও জঙ্গি বাংলাদেশে ঢুকে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷  

Advertisement

বাংলাদেশের পাসপোর্টধারী জঙ্গিদের ছবি-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য বিমানবন্দরে দেওয়া আছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এনিয়ে সতর্ক করা হয়েছে, জঙ্গিদের কাছে পাসপোর্ট না থাকায় ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে তারা৷ আর তাই সবার আগে তাদের পরিচিতি যাচাই করে নেওয়া প্রয়োজন৷ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেওয়া বাংলাদেশি নাগরিকের সঠিক সংখ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা নেই৷ এর বাইরেও বহু দেশ থেকে অনেকেই গিয়েছেন আইএসে৷ ইরাক, ইরান, তুরস্ক, লেবাননের আইএস যোদ্ধারাও বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

[আরও পড়ুন: জঙ্গিদের মদতের অভিযোগ, ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক দ্বন্দ্ব চরমে]

ফেব্রুয়ারিতেই মুতাজ আবদুল মজিদ নামে এক তরুণ তুরস্ক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, আগাম খবর পেয়ে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয়৷এমনই বহু জঙ্গি পৃথিবীর বিভিন্ন দেশই জঙ্গিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ তাই তারা যে কোনও দেশে ঢুকতে ট্রাভেল পাস নিতে চাইবে৷ তাই যথাযথ পরিচয় ছাড়া ট্রাভেল পারমিট মিলবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement