Advertisement
Advertisement
Bangladesh

নিরাপত্তার খোঁজে ভারতের পথে ৫৪ ইসকন সদস্য, বনগাঁ সীমান্তে আটকাল বাংলাদেশ

বৈধ পাসপোর্ট, ভিসা থাকা সত্ত্বেও ভারতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

Bangladesh Stops 54 Iskcon Members From Crossing Into the India
Published by: Kishore Ghosh
  • Posted:December 1, 2024 10:41 pm
  • Updated:December 2, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। আলাদা করে টার্গেট হচ্ছেন ইসকনের সদস্যরা। এই অবস্থায় ইসকনের ৫৪ জন সদস্য রবিবার বৈধ উপায়ে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। যদিও তাঁদের আটক দিল বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। ইসকন সদস্যদের ভারতে প্রবেশে বাধা দেওয়া নিয়ে আজব দাবি করেন বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগের আধিকারিক ইমতিয়াজ আহসানুল কাদের ভুঁইয়া। তিনি জানান, ইসকন সদস্যদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা থাকলেও বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিশেষ সরকারি অনুমতি ছিল না।

বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন পুলিশের দাবি, বর্তমান পরিস্থিতিতে ইসকন সদস্যদের ভারতে প্রবেশের বিষয়টি ‘সন্দেহজনক’। তাঁরা আরও জানান, মোট ৭০ জন সীমান্ত ডিঙোনোর চেষ্টা করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার গভীর রাতে ইসকন সদস্যরা জরো হন বেনাপোলের বাংলাদেশ সীমান্তে। রবিবার তাঁরা বৈধ পাসপোর্ট, ভিসা দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতেই তাঁদের আটকানো হয়। বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগের আধিকারিক ইমতিয়াজ জানান, “আমরা পুলিশের বিশেষ শাখার সঙ্গে কথা বলেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতোই ইসকন সদস্যদের দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।”

Advertisement

এদিকে সৌরভ তপনদার চেলি নামে এক ইসকন সদস্যের বক্তব্য, যে বিশেষ সরকারি অনুমতির বিষয়টি বলা হচ্ছে, তা আসলে ঠিক কি তাঁদের কাছে স্পষ্ট করেননি ইমিগ্রেশন আধিকারিক। উল্লেখ্য, চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা নিয়ে মামলা উঠেছে আদালতে। একাধিক ইসকন সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবার ৫৪ ইসকন সদস্যকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হল, বৈধ নথি থাকা সত্ত্বেও। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষিতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement