ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশে যাওয়া যাবে না। সরকারি আধিকারিকদের জন্য এবার নতুন ‘ফতোয়া’ জারি করল ইউনুস সরকার। গত সোমবার এই সংক্রান্ত একটি অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে বুধবার তার সত্যতা স্বীকার করে কড়াকড়ির দিকে বাড়তি নজর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতে প্রশ্ন উঠছে, অশান্ত বাংলাদেশে এই নির্দেশিকার নেপথ্যে কোন আশঙ্কা করছে ইউনুস সরকার?
সরকারি আধিকারিকদের বিদেশভ্রমণ নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে? জানা গিয়েছে, প্রায় ১৩ দফা নির্দেশ রয়েছে তাতে। তার মধ্যে চার নম্বরেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বলা হচ্ছে, ‘সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন।’ এও উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন। তবে জাতীয় স্বার্থে এ ধরনের ভ্রমণ একান্ত অপরিহার্য হলে সেই বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
এছাড়া সরকারি আধিকারিকদের সারা বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে। বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয়ের ভিত্তিতে ডাটাবেস তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিসের কাঠামো তৈরি করে দেবে এবং তথ্য সংরক্ষণ করবে। এর আগে গত বছর ডলার সংকটের কারণে সরকারি অধিকারিকদের বিদেশ ভ্রমণে কোপ পড়েছিল। তবে এবারের কারণ সম্পূর্ণ আলাদা। তা নিয়ে প্রশ্ন উঠছে। হিন্দু নির্যাতন নিয়ে এই মুহূর্তে ঘরে-বাইরে চাপের মুখে ইউনুস সরকার। সেই আবহে সরকারি আধিকারিকদের বিদেশভ্রমণে ‘না’ সমালোচনা আরও উসকে দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.