Advertisement
Advertisement

Breaking News

Sheikh Hasina

ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি বাংলাদেশ পুলিশের, তালিকায় আরও ১১

রাজনীতির ময়দানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামি লিগ।

Bangladesh seeks Interpol red corner notice against ex-PM Sheikh Hasina
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 20, 2025 11:57 am
  • Updated:April 20, 2025 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গণ অভ্যুত্থানে’ প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখী করতে মরিয়া মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি জানাল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। হাসিনার পাশাপাশি এই তালিকায় রয়েছেন আওয়ামি লিগের আরও ১১ জন। ভোটের প্রস্তুতি শুরু হয়েছে পদ্মাপারে। রাজনীতির ময়দানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামি লিগ। বিভিন্ন জায়গায় চলছে মিটিং-মিছিল। আটক করা হচ্ছে হাসিনার দলের সদস্যদের। 

Advertisement

জানা গিয়েছে, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামির নেতা-সাংসদদের বিরুদ্ধে নোটিস জারি করতে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে এনসিবি। সম্প্রতি রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামির শাখা সংগঠন ছাত্রলিগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে। যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়। যারা মিছিল করেছে তাদের গ্রেপ্তার করা সম্ভব না হলেও, ভিডিও ফুটেজ দেখে অনেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির আবেদন ছাড়াও ভারত-সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও করছে ইউনুস সরকার। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরানো সহজ হবে না বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

এখনও পর্যন্ত হাসিনার বিরুদ্ধে গণহত্যা-সহ শতাধিক মামলা হয়েছে। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হতে হয় তাঁকে। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন। আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন মুজিবকন্যা।। তাঁর এবং তৎকালীন আওয়ামি লিগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার। কিন্তু সুফল মেলেনি এখনও। আর তাই হাসিনা আমলের বন্দি বিনিময় চুক্তিকে এখন ঢাল করছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub