Advertisement
Advertisement
Bangladesh

নিয়োগ করেছিলেন হাসিনা, মেয়াদ শেষের আগেই ভারতীয় দূতাবাস থেকে ছাঁটাই বাংলাদেশের কর্মীরা

দিল্লি এবং কলকাতার বাংলাদেশি হাই কমিশনে কর্মরত ছিলেন ওই আধিকারিকরা।

Bangladesh sacks 2 officials from High Commission in India

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 26, 2024 9:47 am
  • Updated:August 26, 2024 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আওয়ামি লিগ সরকারের পতনের পরে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তার পরেই শেখ হাসিনার নিযুক্ত দুই আধিকারিককে বরখাস্ত করল বাংলাদেশ। মেয়াদ ফুরানোর আগেই ভারত থেকে দায়িত্ব ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে দুই আধিকারিককে। জানা গিয়েছে, গত ১৭ আগস্ট দুই আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে মহম্মদ ইউনুসের সরকার।

বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। তার জেরে বাংলাদেশের আমজনতার একটা বড় অংশের মনে তৈরি হচ্ছে ভারতবিদ্বেষ। এহেন পরিস্থিতিতেই ভারতে কর্মরত দুই বাংলাদেশি আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। নয়াদিল্লিতেন বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ফার্স্ট সেক্রেটারি (প্রেস) শাবান মাহমুদকে বলা হয়েছে, মেয়াদ ফুরনোর আগেই নিজের পদ ছাড়তে হবে।

Advertisement

[আরও পড়ুন: আর জি করে খুন-ধর্ষণে দুর্নীতির যোগ? ‘বৃহত্তর ষড়যন্ত্র’ দেখছে CBI

অন্যদিকে, কলকাতার বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনকেও বরখাস্ত করেছে ইউনুসের সরকার। ২০২৬ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। কারণ হাসিনা সরকার এই পদে তাঁকে পুনর্বহাল করেছিল। তাঁকেও দ্রুত দায়িত্ব ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, দায়িত্ব ছাড়লেও বাংলাদেশে ফিরতে বেশ কিছুটা সময় নিতে পারেন রঞ্জন সেন। কেন আচমকা হাসিনার আমলের দুই আধিকারিকের উপর কোপ পড়ল, সেই নিয়ে অবশ্য বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়লেও প্রবল চাপে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। ইতিমধ্যেই বাতিল হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। দেশত্যাগের পর থেকে একের পর এক মামলা দায়ের হচ্ছে তাঁর বিরুদ্ধে। যার মধ্যে অধিকাংশই হত্যার মামলা। যার বিচারের জন্য হাসিনাকে দেশের ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়িয়েছে খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। তার পরেই ভারতে কর্মরত বাংলাদেশি আধিকারিকদের উপরেও খড়গহস্ত হচ্ছে ইউনুস সরকার।

[আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ‘যুদ্ধবিরতি’, সরাসরি আক্রমণে ‘না’ ইজরায়েল-হেজবোল্লার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement