Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে বাজেয়াপ্ত চোরাই ইউরেনিয়াম, আণবিক বোমা তৈরির চেষ্টায় জেহাদিরা!

উদ্ধার হয়েছে রিমোট কন্ট্রোল, গ্যাস মাস্ক-সহ আর সরঞ্জাম।

Bangladesh: RAB seizes smuggled uranium in Dhaka | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:December 31, 2020 11:11 am
  • Updated:December 31, 2020 11:11 am  

সুকুমার সরকার, ঢাকা: গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে জেহাদের বিষ। মৌলবাদীদের দ্রুত উথ্থান ঘটেছে ভারতীয় উপমহাদেশেও। এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার রামপুরা এলাকার একটি বাড়ি থেকে আনুমানিক ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে এলিটফোর্স ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)।

[আরও পড়ুন: ‘যুদ্ধজাহাজ এবার দেশেই তৈরি করব’, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একাধিক অঙ্গীকার হাসিনার]

গোয়েন্দা পুলিশের দাবি, ঢাকায় তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম বেচা-কেনায় জড়িত ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দুই পাউন্ড ওজনের ইউরেনিয়ামও জব্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, “আমরা যাদের আটক করেছি তারা এটিকে ইউরেনিয়াম বলে দাবি করেছে। তাই আমাদেরও ধারণা তা ইউরেনিয়াম।” পুলিশের দাবি, ঢাকার বাইরে থেকে এসব পদার্থ সংগ্রহ করা হয়। আটক ব্যক্তিরা একটি নেটওয়ার্কের সদস্য এবং প্রতারণার মাধ্যমে তারা এগুলো বিক্রি করত। কিন্তু এগুলো কিনতে আগ্রহী ছিল কিংবা আগে কিনেছে এমন কারও সম্পর্কে কিছু জানাতে পারেননি পুলিশ আধিকারীকরা।

Advertisement

ব়্যাবের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পূর্ব রামপুরার একটি বাড়িতে তারা অভিযান চালায়। সেই সময় ইউরেনিয়াম উদ্ধার করা হয়। এই সময় তিনজন ইউরেনিয়াম ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ব়্যাবকে জানিয়েছে যে, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে। দীর্ঘদিন ধরেই তারা ইউরেনিয়াম ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিল। ব়্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলছেন, “এখনও এই মামলাটির তদন্ত চলছে। তারা কোথা থেকে ইউরেনিয়াম কিনেছে, কাদের কাছে বিক্রি করত, সেই পুরো চক্রটিকেই আমরা আটক করার চেষ্টা করছি। চামড়ার যে বাক্সে ইউরেনিয়াম পাওয়া গেছে, সেটির গায়ে লেখা রয়েছে, ইউরেনিয়াম অ্যাটমিক এনার্জি মেটালিক এলিমেন্ট, অ্যাটমিক ওয়েট ২২২.০৭ (এ) ২ এলবি ল্যাবপ্রস। সেই সঙ্গে রিমোট কন্ট্রোল, ম্যানুয়াল বই, গ্যাস মাস্ক, ইলেকট্রিক মিটার, রাবারের ড্রপার, ইত্যাদি পাওয়া গিয়েছে।”

উল্লেখ্য, এর আগেও পশ্চিমবঙ্গ সীমানা থেকে অদূরে বাংলাদেশের নগাওঁ জেলায় ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে। ওই চক্রের সঙ্গে যোগ রয়েছে আল কায়দা-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের। বিশ্লেষকদের মতে, ছোট আকারের হলেও আণবিক বোমা তৈরির চেষ্টা করছে জঙ্গিরা। ইউরেনিয়াম দিয়ে তৈরি এই ধরনের বোমাকে বলা হয় ‘ডার্টি বম্ব’। ২০১৪ সালের আগস্টে ঢাকায় তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম বেচা-কেনার সাথে জড়িত এমন ১১ ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছিল ঢাকার গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে দুই পাউন্ড ওজনের ইউরেনিয়ামও জব্দ করা হয়।

[আরও পড়ুন: আন্তর্জাতিক চাপেও অনড় বাংলাদেশ, ভাসানচরের উদ্দেশে রওনা রোহিঙ্গাদের দ্বিতীয় দল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement