Advertisement
Advertisement
Bangladesh Protest

‘কোনও দেশেই আশ্রয় চাননি মা’, দাবি হাসিনার ছেলে জয়ের

সোমবারই ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন দিল্লির সেফ হাউসে।

Bangladesh Protest: Sheikh Hasina has not decided to go anywhere else from India, claimed Hasina's son
Published by: Biswadip Dey
  • Posted:August 7, 2024 11:29 am
  • Updated:August 7, 2024 11:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন দিল্লির সেফ হাউসে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, আরও ৪৮ ঘণ্টা এদেশে থাকবেন তিনি। কিন্তু এর পর কোথায় যাবেন মুজিবকন্যা? এই নিয়ে জল্পনার মাঝেই তাঁর ছেলে জানিয়েছেন শেখ হাসিনার ভারত ছাড়ার পরিকল্পনা নেই। সজীব ওয়াজেদ জয়ের উধ্বৃতি তুলে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনাপুত্র বলেছেন, ”শেখ হাসিনা ভালো আছেন। এখন দিল্লিতে আছেন। আমার বোন ওঁর কাছে আছে। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তাঁর খুবই মন খারাপ।” সেই সঙ্গেই তাঁর দাবি, তাঁর মা কোনও দেশেই আশ্রয় চাননি।

পাশাপাশি জয়ের আরও দাবি, হাসিনার (Sheikh Hasina) ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত সোমবার নয়, নেওয়া হয়েছিল রবিবারই। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”উনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা করবেন, তিনি পদত্যাগ করছেন। এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওঁর প্ল্যান। তবে যখন তাঁরা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই। তোমায় এখনই বেরিয়ে যেতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: হাসিনাকে আশ্রয় দিতে ‘সংকোচ’ ভারতের, কেন?]

জয় কি আওয়ামি লিগের নেতৃত্ব দিতে পারেন ভবিষ্যতে? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি বলেন, ”তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হল। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হল। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমরা এখানে সেটেলড।”

[আরও পড়ুন: হাসিনার দেশত্যাগ বাংলাদেশের গণ অভ্যুত্থানের জয়! ফলাও করে ছাপল পাক মিডিয়া

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement