Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

মাকে বিবস্ত্র করে নির্যাতন! বাংলাদেশে পুলিশের সামনে ‘আত্মহত্যা’ কিশোরীর

খবরটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

Bangladesh police faces serious allegation | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 26, 2023 6:06 pm
  • Updated:July 26, 2023 6:20 pm  

সুকুমার সরকার, ঢাকা: মাকে বিবস্ত্র করে নির্যাতন! পুলিশের সামনে ‘আত্মহত্যা’ কিশোরীর। এহেন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে বাংলাদেশে। খবরটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

সূত্রের খবর, রাজধানী ঢাকার পল্লবী থানার আদর্শ নগর এলাকায় মাকে বিবস্ত্র করে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বৈশাখী (১৫) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত কিশোরীর মায়ের নাম লাভলি। সোমবার রাতে কালশি আদর্শ নগর ১১ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। ২১ নম্বর চারতলা বাড়িটি লাভলির। তার বিরুদ্ধে দুটো মাদকের মামলা আছে। মাঝে মধ্যেই পল্লবী থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ। গত রবিবারও এক লক্ষ টাকা নিয়ে গিয়েছে পুলিশ।

Advertisement

অভিযোগ, গত সোমবার ফের তাঁর বাড়িতে পুলিশ গিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় লাভলিকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এ সময় পল্লবী থানার পুলিশের সামনেই ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। 

[আরও পড়ুন: ‘তুমি আর বাড়ি এসো না’, বৃদ্ধা মাকে বাসে তুলে বলল ছেলে]

বৈশাখীর মামা সুজন সংবাদমাধ্যমে বলেন, “আমার বোন লাভলির বাড়িতে গিয়ে তাঁর কাছে কোনও মাদক না পেলেও ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় পুলিশ। মোটা অঙ্কের টাকা দাবি করে।” তিনি আরও জানান, “লাভলি ৫০ হাজার টাকা দিলেও তাকে উলঙ্গ করে নির্যাতন করে পল্লবী থানার পুলিশ ও স্থানীয় সোর্সরা। এ দৃশ্য দেখে আত্মহত্যা করে তাঁর মেয়ে।” এই কাণ্ডের পর গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসী। 

[আরও পড়ুন: চাল রপ্তানিতে না ভারতের, প্রভাব পড়বে বাংলাদেশে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement