Advertisement
Advertisement

Breaking News

Bangaldesh

মাথাচাড়া দেওয়ার আগেই পুলিশের জালে বাংলাদেশের নতুন জঙ্গি সংগঠনের সদস্যরা, উদ্ধার বিপুল অস্ত্র

বান্দরবন ও রাঙামাটির পাহাড়ে ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তরুণদের।

Bangladesh police arrested the members of newly formed terrorist group | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 21, 2022 2:03 pm
  • Updated:October 21, 2022 2:03 pm  

সুকুমার সরকার, ঢাকা: পার্বত্য এলাকায় সবে মাথাচাড়া দিয়ে উঠেছিল নতুন জঙ্গি (Terrorists) সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’। কিন্তু বাংলাদেশে (Bangladesh) কার্যকলাপ শুরু করার আগেই র‍্যাবের (RAB) বিশেষ অভিযানে ধরা পড়ল সংগঠনের ১০ সদস্য। পার্বত্য অঞ্চল বান্দরবন ও রাঙামাটিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব বিশেষ অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠনের ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জন-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র (Arms) ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Advertisement

সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন ‌‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাদের ধরতে পার্বত্য অঞ্চল বান্দরবন ও রাঙামাটির পাহাড়ে অভিযান শুরু হয়। জঙ্গিপনায় জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা ‘জামাতুল আনসারে’র হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ (Arms Training) দেওয়া হয়। উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া ১৯ জেলার ৫৫ তরুণের তালিকা প্রকাশ করে র‌্যাব। তাদের মধ্যে ৩৮ জনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ করা হয়।

[আরও পড়ুন: গণধোলাই-সংঘর্ষের ভিডিও দেখিয়ে জঙ্গি নিয়োগের ছক! ধৃত ২ বাংলাদেশিকে জেরায় মিলল তথ্য]

জানা গিয়েছে, ভারত ও মায়ানমারের (India-Myanmar) সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ে বাড়িছাড়া কিছু তরুণ জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। নতুন এই জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (KCNF) নামে একটি সশস্ত্র গোষ্ঠী। জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে অভিযান চালায় যৌথবাহিনী। এখানকার পাহাড় দুর্গম, ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান ও পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

[আরও পড়ুন: টাটকা ‘আমফানে’র স্মৃতি, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় কোমর বাঁধছে উপকূলীয় জেলা প্রশাসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement