Advertisement
Advertisement

ঐতিহ্য ফেরাতে পুতুলনাচ শিল্পীদের ভাতা দেওয়ার উদ্যোগ হাসিনা সরকারের

নতুন প্রজন্মের কাছে পুতুলনাচ এখন শুধুই গল্প।

Bangladesh PM Sheikh Hasina announces allowance for puppeteers
Published by: Kumaresh Halder
  • Posted:October 26, 2018 4:24 pm
  • Updated:October 26, 2018 4:24 pm  

সুকুমার সরকার, ঢাকা: পুতুল নেবে গো পুতুল’ সেই ছয়ের দশকের সিনেমার গানের রেশ আজও আমবাঙালির মনের গভীরে গেঁথে রয়েছে৷ এক সময় গ্রাম-বাংলায় নানা উৎসব-পার্বণে জাঁকিয়ে বসা পুতুলনাচ বিলুপ্তপ্রায়৷ বাংলার প্রাচীন এই সংস্কৃতিকে বাঁচাতে এবার উদ্যোগ নিল শেখ হাসিনার বাংলাদেশ সরকার৷

[হাসপাতালে বিশ্বের ‘সবচেয়ে লম্বা’ মানুষ, চিকিৎসার ব্যয় বহন করবেন হাসিনা]

বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য পুতুল। সুর ও ছন্দের তালে তালে নাচ, সঙ্গে পৌরাণিক গল্প৷ হাসি-কান্না, আবার কখনও পুতুলের তালে তালে দর্শকদের নাচ৷ বাংলার লোকনাট্যের প্রাচীন মাধ্যমের অন্যতম এই পুতুলনাচ। গ্রাম-বাংলার হাজারো পার্বণ, উৎসবে পুতুলনাচের আয়োজন এখন আর তেমন চোখে পড়ে না। বাঙালি সংস্কৃতিতে পুতুলনাচ এমনভাবে জড়িয়ে ছিল যে, শুধু লোকনাট্য নয়, গীতিকার ও কবিরা পুতুলনাচকে নিয়ে বহু গান, কবিতা রচনা করতেন। মধ্যযুগের অনেক কাব্যে পুতুল, পুতুলনাচ, পুতুলনাচকার, বাজিকর, সূত্রধর ইত্যাদির উল্লেখ পাওয়া যায়। অনেকেই পুতুলনাচকে নিতেন পেশা হিসেবে। কিন্তু সময় ও সংস্কৃতির পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়নের ফলে শত বছরের ঐতিহ্য এখন বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্মের অনেকের কাছে পুতুলনাচ এখন গল্প।

Advertisement

[ভারতের উদ্যোগে মাথা গোঁজার ছাদ পাচ্ছে ঘরছাড়া রোহিঙ্গারা]

কিন্তু, বাংলার এই ঐতিহ্য ফেরাতে এবার উদ্যোগ নিল বাংলাদেশ সরকার৷ বিলুপ্তপ্রায় এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ৷ এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রক সম্প্রতি ‘পুতুলনাট্য শিল্প উন্নয়ন নীতিমালা-২০১৮’ ঘোষণা করেছে। হারিয়ে যাওয়া পুতুলনাট্য চর্চার সার্বিক মানোন্নয়ন ও দেশব্যাপী এর বিকাশ ও প্রসারই নীতিমালার মূল লক্ষ্য। নীতিমালায় বলা হয়েছে, পুতুলনাচ শিল্প বাঁচিয়ে রাখার জন্য সরকারি পর্যায়ে অনুদান, প্রশিক্ষণ, পরিকাঠামো নির্মাণ-সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে৷ এখন থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কল্যাণমুখী নানা প্রচার কার্যক্রমে ব্যবহার করা হবে পুতুলনাচ৷

[মাসুদা ভাট্টি মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল হোসেন]

দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সচেতন করার কাজেও পুতুলনাচ ব্যবহার করা হবে৷ প্রতিবছর কয়েকটি পুতুলনাচ দলকে সরকারি অনুদান দেওয়া হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে৷ এছাড়া কমিটির সুপারিশের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রবীণ ও দুঃস্থ পুতুলনাচ শিল্পীকে অনুদান বা ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, পুতুলনাচ শিল্পকে বাঁচিয়ে রাখা ও ভবিষ্যৎ প্রজন্মকে এ শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মূল লক্ষ্য সরকারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement