Advertisement
Advertisement

কাঠমান্ডুতে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

প্রাথমিক সূত্রে খবর, বিমানে ৭৬ জন যাত্রী ছিলেন।

Bangladesh Plane crashes at Nepal's Kathmandu airport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2018 3:23 pm
  • Updated:September 12, 2019 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা কাঠমাণ্ডুতে। সোমবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের যাত্রীবাহী বিমান। প্রাথমিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বহু যাত্রীরই মৃত্যু হতে পারে এদিনের দুর্ঘটনায়।

এদিনের দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অসমর্থিত সূত্রে। ঘটনায় শোক প্রকাশ করেছে নেপালের বিদেশমন্ত্রক। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একটি টুইটে তিনি লিখেছেন, ‘আজকের দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার সহানুভূতি।’

Advertisement

[লস্কর জঙ্গি সংগঠনে গৃহযুদ্ধ চরমে, দল ছাড়ল হাফিজ ঘনিষ্ঠ]

বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিতে ৭৮ জনের বসার বন্দোবস্ত ছিল। বিমানবন্দরের পূর্ব দিকের রানওয়েতে বিমানটি ভেঙে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকল কর্মীরা। চলছে আগুন নেভানোর কাজ। এই প্রথম নয়, নেপাল বিমানবন্দর অতীতে এরকম দুর্ঘটনা বারবার প্রতক্ষ্য করেছে। ২০১৬-তে একটি টুইন টার্বোপ্রপ বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। মারা যান ২৩ জন যাত্রীই।

সূত্রের খবর, অবতরণের সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফলে বিমানটি মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়ে। বিমানটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরের আশেপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বিস্তারিত রিপোর্ট পেতে এখনও খানিকটা সময় লাগতে পারে বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

[মাওয়ের রাস্তায় জিনপিং, ক্ষমতায় অমরত্বের পথে চিনের প্রেসিডেন্ট]

বিমানে কতজন যাত্রী ছিলেন সেটা এখনই জানা না গেলেও এদিনের দুর্ঘটনায় বহু যাত্রীর হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সূত্রের খবর, বিমানে ৭৬ জন যাত্রী থাকতে পারেন। যার মধ্যে ৮টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘সবার আগে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। নইলে যাত্রীদের উদ্ধারকার্য আরও কঠিন হয়ে পড়বে। এখন এর চেয়ে বেশি কিছুই বলা যাবে না।’

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement