Advertisement
Advertisement
Afghanistan

আফগানিস্তান নিয়ে ‘ধীরে চলো’ নীতি, তালিবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ

আফগানভূম থেকে সন্ত্রাসের আঁচ এসে লেগেছে ঢাকার গায়ে।

Bangladesh not to recognize Taliban government in Afghanistan soon | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:September 9, 2021 12:11 pm
  • Updated:September 9, 2021 12:11 pm  

সুকুমার সরকার, ঢাকা: আফগানিস্তান নিয়ে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে বাংলাদেশ (Bangladesh)। এখনই তালিবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ ঢাকা। আন্তর্জাতিক মঞ্চের প্রতিক্রিয়া ও আফগানিস্তানের  পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ করবে শেখ হাসিনার প্রশাসন বলে খবর।

[আরও পড়ুন: ফিদায়েঁ জঙ্গি হতে ভেঙে দিয়েছিল বিয়ে, ১৯ বছরের নাবিলা শোনাল জঙ্গি হয়ে ওঠার ভয়ংকর গল্প]

বুধবার তালিবানের তত্ত্বাবধায়ক সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কি না, জানতে চাইলে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম বলেন, “আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। কারণ, এটি তাদের তত্ত্বাবধায়ক সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এই বিষয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মহিলাদের অধিকার-সহ মৌলিক কিছু বিষয়ে তালিবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে রাষ্ট্রসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপক্ষীয় উদ্যোগ নেওয়া হলে, তাতে ঢাকার সমর্থন থাকবে।”

Advertisement

উল্লেখ্য, আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান (Taliban)। ফলে ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সেই আশঙ্কা যে অমূলক নয় তা প্রমাণ করে গত মঙ্গলবার বাংলাদেশে পুলিশের জালে পড়ে আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গি। আফগানিস্তানে তালিবানের উত্থানে আল কায়দার শক্তিবৃদ্ধি হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি।

ইতিমধ্যে আফগানভূম থেকে সন্ত্রাসের আঁচ এসে লেগেছে ঢাকার গায়ে। এর আগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক তালিবানের হয়ে লড়াই করতে আফগানিস্তানে গিয়েছে বলে জানিয়েছিলেন ঢাকার পুলিশপ্রধান। এবার তারা দেশে ফিরে জেহাদের নামে নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে। তাই জেহাদিদের ‘স্লিপার সেল’গুলিকে খুঁজে বের করে খতম করাই এখন নিরাপত্তা সংস্থাগুলির প্রধান লক্ষ্য। আর সেই সঙ্গে এবার ঢাকা স্পষ্ট করে দিয়েছে যে তালিবানের শাসন ব্যবস্থা ও কার্যকলাপের উপর নজর রেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।   

[আরও পড়ুন: Bangladesh: এক সপ্তাহ পরেই বাংলাদেশে খুলছে স্কুল, করোনা কালে ক্লাস করাতে বিশেষ প্রস্তুতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement