Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

হিজাব না পরায় ছাত্রীকে কান ধরে ওঠবস! ভাইরাল বাংলাদেশের ভিডিও

কক্সবাজার সমুদ্রতট সংলগ্ন এলাকায় জামাতের ছাত্রশাখা ইসলামি ছাত্র শিবিরের এই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

Bangladesh News: Video of woman forced to punished as she didn't wear hijab goes viral

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 15, 2024 12:42 pm
  • Updated:September 15, 2024 12:43 pm  

সুকুমার সরকার, ঢাকা: ছাত্র বিক্ষোভে উত্তাল হওয়া বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। অন্তর্বর্তী সরকার দেশের শাসনক্ষমতায় আসার পরও স্থিতিশীলতা আসেনি। আর এহেন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, তবে কি আরেকটি আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ? ইঙ্গিত অন্তত তেমনই।

শেখ হাসিনার ইস্তফা ও দেশত‌্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেখানকার পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলের। কারণ ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলাকে হিজাব না পরার জন‌্য কান ধরে ওঠবস করতে বাধ‌্য করা হচ্ছে। আর ওই মহিলাকে নির্দেশ দিচ্ছেন যে যুবক তিনি জামাত-ই-ইসলামির এক সদস‌্য হিসাবে পরিচিত। দেশের ক্ষমতার সাময়িক হাতবদলের পর বাংলাদেশের জামাত-ই-ইসলামি সংগঠনের বাড়বাড়ন্ত চোখে পড়েছে সর্বত্র। তারই জেরে এমন ঘটনা ঘটেছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের।

Advertisement

বাংলাদেশের বিখ‌্যাত কক্সবাজার সমুদ্রতট সংলগ্ন এলাকায় জামাতের ছাত্রশাখা ইসলামি ছাত্র শিবিরের এমন কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা থেকে স্পষ্ট, নিজেদের ‘ইচ্ছামতো’ সাধারণ মানুষের উপর শরিয়তি আইন চাপিয়ে দিচ্ছে তারা। ছাত্র শিবিরের ‘ক‌্যাডার’ হিসাবে পরিচিত ফারুকুল ইসলামকে দেখা গিয়েছে হাতে লাঠি নিয়ে এক মহিলাকে কান ধরে ওঠবস করাতে। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। তবে এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠে গিয়েছে, গোঁড়া ইসলামিক মানসিকতার বিএনপি-জামাত প্রভাবিত অন্তর্বর্তী সরকারের আমলে কি আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ? তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সেখানে সভ্যতা কার্যত পশ্চাৎবর্তী হয়েছে। বাংলাদেশও কি সেই পথে এগোচ্ছে? প্রশ্ন তুলে দিল জামাত শিবিরের ভাইরাল ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement