Advertisement
Advertisement
Bangladesh

‘শেখ হাসিনা সরকার অবৈধ’, পিনাকরঞ্জনের সঙ্গে লর্ড ক্লাইভের তুলনা বিএনপি নেতা রিজভির!

নির্বাচনের সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকায় লুকিয়ে থাকার অভিযোগ উড়িয়ে দিলেন রিজভি।

Bangladesh Nationalist Party leader Rizvi compared Pinak Ranjan Chakravarty to Lord Clive

রুহুল কবির রিজভি ও পিনাক রঞ্জন চক্রবর্তী

Published by: Arpan Das
  • Posted:April 13, 2024 12:20 am
  • Updated:April 13, 2024 12:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএনপির (BNP) কয়েকজন কট্টরপন্থী নেতা ভারতীয় পণ্যবর্জনের দাবিতে সোচ্চার। তার মধ্যেই ভারতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি (Ruhul Kabir Rizvi)। তাঁর আক্রমণ মূলত বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীর (Pinak Ranjan Chakravarty) দিকে।

বাংলাদেশের (Bangladesh) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অভিযোগ উঠেছিল, ভারতের কঠোর অবস্থানের ফুলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় লুকিয়ে ছিলেন। কিন্তু রিজভি এই অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন। একই সঙ্গে তিনি পিনাকরঞ্জন চক্রবর্তীর ভূমিকাকে লর্ড ক্লাইভের সঙ্গে তুলনা করেছেন। রিজভি বলেন, “আজকে সিরাজদৌল্লার নীতির পক্ষে আছে জনগণ। আর জনগণের পক্ষে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মীরজাফরের পক্ষে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিদেশমন্ত্রী ড. হাসান মাহমুদ সাহেবরা। আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীরা।”

Advertisement

[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]

বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন রিজভি। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারকে ‘অবৈধ’ বলে তাঁর কটাক্ষ, লুটের টাকায় ফূর্তি করছে নেতারা আর সাধারণ মানুষ ইদের আনন্দ করতে পারছে না। তিনি বলেন, “আওয়ামি লিগ প্রধান শেখ হাসিনা গোটা দেশটাকে পরনির্ভরশীল করতে প্রতিদিন কত চিৎকার চেঁচামেচি করছেন। ওবায়দুল কাদের সাহেবরা প্রতিদিন শেখ হাসিনার গুণগান গাইছেন। দেশের মানুষ মরল না বাঁচল, তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু ক্ষমতা।”

[আরও পড়ুন: রাজনীতিতেও কঙ্গনার প্রতিপক্ষ ‘নেপো কিড’! ‘বাপ-ঠাকুরদার সম্পত্তি নাকি?’ ফুঁসছেন পদ্মপ্রার্থী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement