সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে পট পরিবর্তনের পর সন্ধির ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ইসলামাবাদের নতুন সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার পক্ষেই ঢাকা, রবিবার জানালেন তিনি৷ নয়া সমীকরণে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নয়াদিল্লি৷
[রয়টার্সের ২ সাংবাদিককে ৭ বছরের জেলের সাজা দিল মায়ানমার]
রবিবার হাসিনা বলেন, “ক্ষমতায় আসার জন্য প্রচণ্ড লড়াই করতে হয়েছে ইমরানকে৷ তাই তাঁর দিক থেকে সদর্থক বার্তা পেলে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেব৷” তিনি আরও বলেন, “পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকলে দু’দেশেরই মঙ্গল৷ তবে পাকিস্তানের ষড়যন্ত্রকারীদের কোনওভাবেই রেয়াত করা হবে না৷” কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইমরান খানের নয়া সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে আগ্রহী হাসিনা৷ কারণ, এতে পাক ‘ডার্ক স্টেট’ বা জেহাদি সংগঠনগুলির উপর লাগাম টানা সম্ভব হবে৷ এছাড়াও বাংলাদেশে নির্বাচন আসন্ন৷ সেখানে পাকিস্তানের হস্তক্ষেপের সম্ভাবনাও প্রবল৷ ফলে ইমরানের সঙ্গে সম্পর্ক বজায় থাকলে সেদিক দিয়েও খানিকটা নিশ্চিন্ত থাকা যাবে৷
উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ঢাকার সম্পর্ক মধুর ছিল না৷ ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা শুরু করে হাসিনা সরকার৷ মৃত্যুদণ্ড দেওয়া হয় বেশ কয়েকজন রাজাকরকে৷ আর এতেই তীব্র আপত্তি জানায় পাকিস্তান৷ তারপরই তলানিতে ঠেকে দু’দেশের সম্পর্ক৷ তবে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেও খালেদা জিয়ার বিএনপি ও জামাতের বিরুদ্ধে তোপ দাগেন হাসিনা৷ তাঁর কটাক্ষ, বাংলাদেশে এখন বেশ কিছু পাকিস্তানপ্রেমী রয়েছে৷ তারা দেশদ্রোহী৷ হাসিনার মন্তব্যে উদ্বিগ্ন নয়াদিল্লি৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে উন্নতি হলে বাংলাদেশে ফের প্রভাব বিস্তার করবে পাকিস্তান৷ একই সঙ্গে বাড়বে আইএসআই-র গতিবিধি৷ তাই সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত৷
[শাস্তি নয়, ব্যায়াম! শরীর চাঙ্গা রাখতে স্কুলে ফিরছে কান ধরে ওঠবস]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.