Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বিএনপি-জামাতের বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ, ককটেল বিস্ফোরণ

ভোটমুখী বাংলাদেশে হিংসা অব্যাহত।

Bangladesh: Jamat-BNP protest rattles Bangladesh | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:November 20, 2023 3:15 pm
  • Updated:November 20, 2023 3:15 pm  

সুকুমার সরকার, ঢাকা: ভোটমুখী বাংলাদেশে হিংসা অব্যাহত। বিরোধী দল বিএনপি ও সঙ্গী জামাত শিবিরের তাণ্ডব দেখছে দেশ। সোমবার বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামাতের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টাও হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে খবর, আজ সোমবার শহরের কানুচগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জামাতের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ পৌঁছলে হরতাল সমর্থকরা কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া শহরের নামাজগড় এলাকায় বগুড়া পৌর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব মিছিল হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ নির্বাচনে লড়বে ‘তৃণমূল’! বড় ঘোষণা দলের

বলে রাখা ভাল, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি ও জামাতের ডাকা বন্‌ধে রেহাই পাচ্ছে না বাস-ট্রেনও। বন্‌ধ শুরুর আগেই শনিবার জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। গত ২৮ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি দেড়শো যানবাহনে (ট্রেনসহ) আগুন দেওয়া হয়।অরথাৎ বন্ধ-অবরোধ সফল করতে দল দুটির হাতিয়ার হলো আগুন সন্ত্রাস।

এদিকে, বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধাচরণ রাজনৈতিক দল জামাতে ইসলামির নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে দলটির আবেদন রবিবার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে নির্বাচন লড়তে পারবে না জামাত। শুনানিতে আপিলের পক্ষে আইনজীবী না থাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। ফলে এক দশক আগে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাই কোর্ট যে রায় দিয়েছিল, সে রায়ই বহাল থাকছে।

[আরও পড়ুন: অন্তিম লগ্নে ক্রিকেট জীবন, এবার বাংলাদেশের ভোটের ময়দানে ‘খলনায়ক’ শাকিব!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement