Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বেলুন নেই, কন্ডোম দিয়ে বাংলাদেশের হাসপাতাল সাজিয়ে বিপাকে কর্মী

বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক।

Bangladesh hospital gets a condom décor, staffer faces heat | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 22, 2022 11:06 am
  • Updated:December 22, 2022 11:06 am  

সুকুমার সরকার, ঢাকা: বিয়ে বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে ফুল-বেলুন দিয়ে বাড়ি বা প্রতিষ্ঠান সাজানো হয়। এতে নতুনত্ব কিছুই নেই। কিন্তু সকলকে চমকে দিয়ে কন্ডোম দিয়ে হাসপাতাল সাজানো হল বাংলাদেশে। তাও আবার বিজয় দিবস উপলক্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়।

জানা গিয়েছে, বিজয় দিবস উপলক্ষে ঢাকা থেকে ৭৫ কিলোমিটার দূরের জেলা শরিয়তপুর সদর হাসপাতালের সাজসজ্জা জন্য বেলুনের পরিবর্তে ব্যবহার করা হয় জন্মনিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কন্ডোম। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চারিদিকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়েচড়ে বসে সরকারিমহল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি তোলা হয়। অবশেষে তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের ভালবাসায় ‘আপ্লুত’, প্রধানমন্ত্রী হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন আর্জেন্টিনার প্রেসিডেন্টের]

তদন্তে হাসপাতাল সাজানোয় কন্ডোম ব্যবহারের ঘটনাটি ‘সত্য’ বলে সিদ্ধান্ত নেয় কমিটি। এই ঘটনায় জরুরি বিভাগের নার্স ইনচার্জ (ব্রাদার) রেজাউল করিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাঁর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। দায়িত্বরত ছ’জন স্টাফের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রেজাউল দোষী প্রমাণিত হয়েছেন, বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাসপাতাল সাজসজ্জায় কন্ডোম ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অব্যাহতি পাওয়া রেজাউল করিম।

তদন্ত কমিটির কাছে ঘটনার স্বীকার করে রেজাউল দিয়ে জানিয়েছেন, বেলুন কম থাকার কারণে তিনি ভুলবশত এমনটি করেছেন। তিনি ক্ষমার আবেদনও করেছেন। এ বিষয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার বলেন,” মহান বিজয় দিবসে হাসপাতাল কর্তৃপক্ষের ওই কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

[আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেবে জাপান! জল্পনা উসকে দিলেন টোকিওর দূত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement