Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

রাষ্ট্রদূতকে তলবের পরই সুর নরম বাংলাদেশের! স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ‘সীমান্তের পরিস্থিতি শান্ত’

সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সীমান্তে লাগাতার উসকানির অভিযোগ এনেছে ভারত।

Bangladesh home advisor said there is no tension at India border
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 14, 2025 9:27 pm
  • Updated:January 14, 2025 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের জের। একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে ভারত ও বাংলাদেশ। গতকাল দিল্লিতে নিযুক্ত ঢাকার হাই কমিশনারকে সাউথ ব্লকে তলব করা হয়। এরপরই সুর নরম করল বাংলাদেশ! তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনও উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এনিয়ে আলোচনায় বসা হবে।  

সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সীমান্তে লাগাতার উসকানির অভিযোগ এনেছে ভারত। এনিয়ে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। পালটা চাপ বাড়িয়ে গতকাল সোমবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করা হয় সাউথ ব্লকে। এরপর আজ মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “বিএসএফ আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না, পরিস্থিতি স্থিতাবস্থায় আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে।” 

Advertisement

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই আবহে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কও আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে হিন্দু নির্যাতন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ফাটল চওড়া হয়েছে দুদেশের মধ্যে। এবার সীমান্তের কাঁটাতার নিয়ে চাপানউতোর বেড়েছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement