সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার বিদায়ের পর তাঁর আমলে বাংলাদেশে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে ইউনুস সরকার। সেই তালিকায় নবতম সংযোজন হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নয়া শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হল, তাঁর আমলে ভারত-সহ বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর, গত রবিবার ইউনুসের হাতে এই শ্বেতপত্র তুলে দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এই শ্বেতপত্রে দ্বাবি করা হয়েছে, হাসিনার শাসনকাল অর্থাৎ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রতি বছর এক লক্ষ ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির দাবি অনুযায়ী, ‘গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস’ (জিএফআইআরএস) এবং নির্দিষ্ট কিছু পূর্বানুমানের ভিত্তিতে উঠে এসেছে টাকা পাচারের এই অঙ্ক।
একইসঙ্গে বলা হয়েছে, এই বিপুল টাকার একটা বড় অংশ গিয়েছে ভারতে। এছাড়া আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো একাধিক দেশের পাচার করা হয়েছে এই টাকা। অভিযোগ, আওয়ামি লিগের সরকারের আমলে বিদেশে এই টাকা পাঠাতে রাজনীতিক, ব্যবসায়ী ও আধিকারিকদের নিয়ে এক দুর্নীতি চক্র গড়ে তোলা হয়েছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চলে এই বিরাট দুর্নীতি।
উল্লেখ্য, শেখ হাসিনার শাসনকালকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে দেখাতে মরিয়া ইউনুস সরকার। দেশজুড়ে সাধারণ মানুষের উপর অত্যাচার ও একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উস্কে দিয়ে দেশছাড়া করা হয়েছে হাসিনাকে। এবার মুজিব কন্যার উপর বাংলাদেশের জনগণের বিদ্বেষের আগুনে হাওয়া দিতে ধাপে ধাপে তোলা হচ্ছে একের পর এক দুর্নীতির অভিযোগ। কূটনৈতিক মহলের দাবি, হাসিনা ও ভারত বিদ্বেষকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে ইউনুসরা। এখন সেই বিদ্বেষের আগুন জ্বালিয়ে রাখাটাই মূল লক্ষ্য নয়া সরকারের। তা মাথায় রেখেই ধাপে ধাপে প্রকাশ্যে আনা হচ্ছে একের পর এক অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.