সুকুমার সরকার, ঢাকা: বদলের বাংলাদেশে সামাজিক পরিস্থিতির পাশাপাশি দিনদিন বিষিয়ে উঠছে সাংস্কৃতিক পরিবেশ। মুজিবের অবদান কার্যত মুছে ইতিহাস বদলের কাজ শুরু হয়েছিল আগেই। এবার ইউনুসের অন্তর্বর্তী সরকারের হাতে চরম হেনস্তার শিকার স্বয়ং মুক্তিযোদ্ধা! কুমিল্লায় আবদুল হাই কানু নামে ওই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রামে। ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তুমুল সমালোচনার মুখে ইউনুস সরকার।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, আবদুল হাইয়ের গলায় জুতোর মালা। কুমিল্লার চৌদ্দগ্রামের লুদিয়ারা গ্রামে, নিজের বাড়ির কাছে তিনি করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন, সামনে প্রচুর জনতা। তাঁদের সঙ্গে প্রবীণ মুক্তিযোদ্ধার তর্কাতর্কি হচ্ছে বলে বোঝা যায়। তাঁরা মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বলছেন। কেউ কেউ বলছেন, কুমিল্লা ছেড়ে চলে যেতে হবে। তাতে হাত জোড় করে আবদুল হাই অনুরোধ করছেন, এভাবে তাঁকে তাড়ানোর কথা না বলতে। তিনি গ্রাম ছেড়ে কোথাও যেতে চান না। তাতে উত্তেজিত জনতা তাঁকে প্রশ্ন করছেন, ”আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি?” জুতোর মালা পরা অবস্থাতেই মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে ঘোরানো হয় গ্রামে।
সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। তবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না মুক্তিযোদ্ধার। পলাতক অভিযুক্তরাও। এনিয়ে স্থানীয় থানার ওসির বক্তব্য, ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর কোনও অভিযোগ না পেলে তদন্তে গতি আনা মুশকিল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেনস্তাকারীরা কেউ স্থানীয় নয়। তারা কারা, সেই খোঁজ শুরু হয়েছে। এই ঘটনা ফের প্রমাণ করল, মুক্তিযোদ্ধাদের ঠিক কী চোখে দেখছে ইউনুস সরকার। যাঁদের জন্য স্বাধীনতা, তাঁদেরই কার্যত মুছে ফেলতে চাইছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.