Advertisement
Advertisement
Bangladesh

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, বাংলাদেশে নিহত ৮ ডাকাত

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। 

Bangladesh forces gun down eight bandits in enounter
Published by: Monishankar Choudhury
  • Posted:March 2, 2020 2:38 pm
  • Updated:March 2, 2020 2:38 pm

সুকুমার সরকার, ঢাকা: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে বাংলাদেশে খতম আটজন ডাকাত। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। রবিবার মধ্য রাত থেকে শুরু হওয়া অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে বলে খবর। 

[আরও পড়ুন: তৈরি হয়নি সমন্বয় কমিটি, করোনা রুখতে বাংলাদেশের ভূমিকায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা]

জানা গিয়েছে, কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় আটজন নিহত হয়েছে। এর মধ্যে র‌্যাবের সঙ্গে লড়াইয়ে সাতজন এবং বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম জানা যায়নি।

Advertisement

বাংলাদেশের এলিট বাহিনী র‍্যাব জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে জকির আহমেদের নেতৃত্বে ডাকাত দলের ঘাঁটি থাকার খবর পেয়ে গতকাল রাতে র‌্যাব অভিযান চালায়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় র‍্যাব জওয়ানরাও। গতকাল রাত দুটো থেকে আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ৭০ থেকে ৮০টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে। র‌্যাব এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল, সাতটি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ টেকনাফের দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক দুষ্কৃতী নিহত হয়। তবে তাঁর পরিচয় জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট, একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেন। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহম্মদ ফয়সল হাসান খান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

[আরও পড়ুন: রোহিঙ্গাদের হাতে মায়ানমারের সিম কার্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ঢাকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement