Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বাংলাদেশের নির্বাচনে সাইবার হানা! চক্রান্তের নেপথ্যে পাকিস্তান নাকি পশ্চিমের শক্তি?

হ্যাকিংয়ের অভিযোগ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

Bangladesh election app faces cyber attack। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 8, 2024 4:32 pm
  • Updated:January 8, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের নির্বাচনে সাইবার হানা! ভোট সংক্রান্ত অ্যাপে ইউক্রেন ও জার্মানি থেকে এই হামলা চালিয়েছে হ্যাকাররা। এমনটাই অভিযোগ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখন প্রশ্ন উঠছে, এর পিছনে কি যোগ রয়েছে পাকিস্তানের, নাকি কলকাঠি নেড়েছে পশ্চিমের কোনও শক্তি?

পিটিআই সূত্রে খবর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মহম্মদ জাহাঙ্গির আলম সংবাদমাধ্যমে জানিয়েছেন, “স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছিল। ভোটদান সংক্রান্ত নানা তথ্য তৎক্ষণাৎ ওই অ্যাপটিতে পাওয়া যাচ্ছিল।” জানা গিয়েছে, রবিবার ভোটগ্রহণ চলাকালীন অনেক ভোটার অভিযোগ জানান নির্বাচন কমিশনের অ্যাপটি কাজ করছে না। পরীক্ষা করার পর জানা যায়, ওই অ্যাপটিতে সাইবার অ্যাটাক হয়েছে। হ্যাকাররা ইউক্রেন ও জার্মানি থেকে হামলা চালিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত, দিল্লিকেই অগ্রাধিকার মুজিবকন্যার]

এই বিষয়ে নির্বাচন কমিশনের সচিব বলেন, “ইউক্রেন ও জার্মানি থেকে নির্বাচন কমিশনের অ্যাপটিতে হামলা চালিয়েছে হ্যাকাররা। এই সাইবার হানায় অ্যাপটির গতি কমে গিয়েছে। আমাদের দল এই সমস্যা সমাধানে দিনরাত কাজ করছে। গতি কমে গেলেও অ্যাপটি কাজ করছে।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এইবারের নির্বাচন বর্জন করেছে বিএনপি-জামাতের মতো পাকপন্থী দলগুলো। রবিবারের নির্বাচন রুখে দেওয়ার ডাক দিয়েছিল বিএনপি। সেই লক্ষ্যে গত কয়েকমাস ধরে বিক্ষোভ-অবরোধ চালিয়ে গিয়েছে তারা। ঘটেছে প্রাণহানি। ফলে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটপ্রক্রিয়ার ব্যাঘাত সৃষ্টি করতে এই কাজ করে থাকতে পারে ‘শত্রু’ দেশ। ফলে অনেকেই মনে করছেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অঙ্গুলিহেলনে এই সাইবার হানা হয়ে থাকতে পারে।  

বলে রাখা ভালো, বিক্ষিপ্ত হিংসার ঘটনার ঘটলেও রবিবার বাংলাদেশে মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে আওয়ামি লিগ। বিপুল ভোটে জয়লাভ করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন তিনি।

[আরও পড়ুন: হাসিনা হাসলেও বাংলাদেশে নির্দলদের দাপট, সংসদে প্রধান বিরোধী ‘দলহীন’রাই?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement