কৃষ্ণকুমার দাস, ঢাকা: শিল্পমন্ত্রীর ছেলে দিলেন জাল ভোট! উঠছে অভিযোগ। ঘটনা নরসিংদি-৪ আসনের একটি পোলিং বুথের। ওই কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন। অভিযোগ, শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ দলবল নিয়ে প্রবেশ করেন। ১২টি ব্যালট পেপার ছিনিয়ে নেন।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিংসা বাড়ছে বাংলাদেশে। রবিবার নির্বাচন প্রক্রিয়া রুখে দেওয়ার ডাক দিয়েছে বিএনপি-জামাত-সহ সমমনা দলগুলো। এদিন চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় ভোটবিরোধী মিছিলে নামে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান খালেদা জিয়ার দলের কর্মীরা। এই ঘটনায় জখম হন ১৫ জন। সংঘর্ষের পাশাপাশি অভিযোগ উঠেছে, মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রর পাশেই আওয়ামি লিগের প্রার্থী মৃণালকান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে খুন করার।
সন্ত্রাসের আবহে রবিবার বাংলাদেশে শুরু দ্বাদশ সাধারণ নির্বাচন। ২৯৯টি (প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ বাদে) সংসদীয় কেন্দ্রে আজ প্রার্থীদের ভাগ্যনির্ণয় হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবারে মোট ভোটার ১১ কোটি ৯৩ লক্ষ, ৩৩ হাজার ১৫৭। পুরুষ ভোটার ৬ কোটি ৫ লক্ষ ৯২ হাজার ১৬৯। আর মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লক্ষ ৪০ হাজার ১৪০। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনে মোট রেজিস্টার্ড দলের সংখ্যা ৪৪। নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপি-সহ বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বয়কট করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.