Advertisement
Advertisement
Bangladesh Election 2024

ক্রিকেটের পর ভোটের ময়দানেও সফল শাকিব, মাশরফি, জয় অধরা মাহি-হিরো আলমের

ভোটকেন্দ্রে শেখ হাসিনা সঙ্গে ছিলেন, জিতলেন চিত্রতারকা ফিরদৌস।

Bangladesh Election 2024: Here are the results of elebrity candidates | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 7, 2024 11:00 pm
  • Updated:January 7, 2024 11:00 pm

সুকুমার সরকার ও কৃষ্ণকুমার দাস, ঢাকা: বিনোদন জগতে দারুণ সাফল্য সত্ত্বেও জনতার দরবারে পৌঁছতে পারলেন না হিরো আলম, মাহিয়া মাহি। আবার ২২ গজের লড়াই এবং নির্বাচনী যুদ্ধে সমান সাফল্যের সঙ্গে ব্যাটিং করে গেলেন শাকিব-আল হাসান, মাশরফি মোর্তাজা! বাংলাদেশের (Bangladesh) দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া সেলিব্রিটি (Celebrity)প্রার্থীদের সাফল্যের হারই বেশি। শাকিব, মাশরফির পাশাপাশি জিতেছেন চিত্রতারকা ফিরদৌস আহমেদও। সকলেই ক্ষমতাসীন আওয়ামি লিগের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

প্রথমবার নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব (Sakib Al Hassan)। মাগুরা-১ আসনে নৌকা প্রতীক অর্থাৎ আওয়ামি লিগের প্রার্থী হন তিনি। নির্বাচনা প্রচারে খোদ শেখ হাসিনাই (Sheikh Hasina) তাঁকে ব্যাপক সমর্থন দেন। ফরিদপুরে নির্বাচনী জনসভায় শাকিবকে পরিচয় করিয়ে দেন আওয়ামি লিগ সভাপতি হাসিনা। শাকিব নিজের অপারগতার কথা স্বীকার করে হাসিনাকে জানিয়েছিলেন যে তিনি বক্তৃতা দিতে পারেন না। জবাবে হাসিনা বলেছিলেন, ”তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই। তুমি শুধু বলবা, তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও।”

Advertisement

[আরও পড়ুন: বিদ্বেষ মুক্তির লড়াইয়ে শান্তির জয়, ফের বাংলাদেশের সিংহাসনে ভারতবন্ধু হাসিনা]

নেত্রীর কথা রেখে নির্বাচনী ময়দানে ছক্কাই হাঁকালেন শাকিব। লক্ষাধিক ভোটে নিজের কেন্দ্রে জিতেছেন তিনি। জয়ের আনন্দে অবশ্য প্রতিশ্রুতির কথা ভুলে যাননি। বলেন, ”জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। ভোটারদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।” জিতেছেন আরেক ক্রিকেটার মাশরফি বিন মোর্তাজাও ( Mashrafi bin-Mortaza)। তিনি হাঁটুর ব্যথা নিয়েও ঘুরে ঘুরে নিজের সংসদীয় এলাকায় প্রচার করেছিলেন। তার পুরস্কার পেলেন জনতার সমর্থনে। নড়াইল-২ কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন তিনি।

[আরও পড়ুন: অক্ষয় মহারাজের আশীর্বাদ মাথায় বাংলাদেশে ভোটের লড়াইয়ে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী]

ক্রিকেটারদের রাজনীতির ময়দানে সাফল্যে এলেও বাংলাদেশের চিত্রতারকাদের কাছে ‘নেতা’ হওয়ার স্বপ্ন অধরাই রইল। ঢাকা থেকে বিজয়ী হয়েছেন অভিনেতা ফিরদৌস আহমেদ। রবিবার সকালে তাঁকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দিয়েছিলেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। তাতেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাস বাড়ে ফিরদৌসের। তিনি বলেছিলেন, জিতলে উৎসর্গ করবেন বঙ্গবন্ধু মুজিব এবং তাঁর কন্যা হাসিনাকে। নির্বাচনী ফলাফলে দেখা যায়, জিতে গিয়েছেন ফিরদৌস। কিন্তু আরও দুই সেলিব্রিটি হিরো আলম ও মাহিয়া মাহি জিততে পারেননি। বড় ব্যবধানেই হেরেছেন তাঁরা। দুজনেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছিলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement