সুকুমার সরকার, ঢাকা: করোনায় প্রয়াত হলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব (Bangladesh Defence Secretary) আবদুল্লাহ আল মহসিন চৌধুরি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৯ টার সময় মৃত্যু হয় তাঁর। সপ্তাহ দুয়েক আগে হাসপাতালে ভরতি থাকা অবস্থাতেই তাঁর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছিল। তারপর আইসিইউতে চিকিৎসাও চলছিল। কিন্তু, অক্লান্ত পরিশ্রম করেও চিকিৎসকরা তাঁকে বাঁচিয়ে রাখতে পারলেন না। আজ সকালে ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে আচমকা অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরি (Abdullah Al Mohsin Chowdhury)। প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। এর মাঝেই ২ সপ্তাহ আগে তাঁর শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। তাই হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু, শেষ রক্ষা হল না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন মুখ্যসচিব কামাল নাসের চৌধুরির ভাই আবদুল্লাহর জন্ম হয়েছিল ১৯৬৩ সালের ১ জানুয়ারি। ১৯৮৫ সালে বিসিএস ব্যাচে সরকারি চাকরিতে যোগ দেন। তারপর থেকে পরিবেশ-সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে ছিলেন। গত আট জানুয়ারি তাঁকে বাংলাদেশের প্রতিরক্ষা সচিবের পদে বসানো হয়। কিন্তু, মাত্র পাঁচ মাস দায়িত্ব সামলানোর পরেই মৃত্যু হল তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.