সুকুমার সরকার, ঢাকা: ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা৷ নিউজিল্যান্ড সফরে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন তাঁরা৷ ক্রাইস্টচার্চের মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময়েই সন্ত্রাসবাদী হামলার মুখে পড়েন৷ কিন্তু মসজিদ থেকে সামান্য দূরত্বে থাকায় সকলেই নিরাপদে ছিলেন৷
নিউজিল্যান্ডের মাটিতে এমন একটি ঘটনার পরই বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ৷ শনিবারই নিজেদের দেশে ফিরছেন ক্রিকেটাররা। বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার রাত তিনটের পর ক্রিকেটাররা ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছান। শনিবার ভোর পাঁচটায় সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে বাংলাদেশ দলের ১৯ জন সদস্য ঢাকার উদ্দেশে রওনা দেন৷ ক্রিকেটাররা দেশে ফেরা নিয়ে দলের ম্যানেজার খালেদ মাসুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের সময় অনুযায়ী ঢাকায় পৌঁছাব রাত ১০টা ৪০ মিনিটে।’ তবে কোচিং স্টাফদের কেউ ফিরছেন না আপাতত৷ ম্যানেজার জানান, ‘আমরা ১৯ জন ফিরব। কোচিং স্টাফের কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে, কেউ হয়তো দক্ষিণ আফ্রিকায়। তারা দ্রুতই টিকিট পেয়ে যাবে। চেষ্টা হচ্ছে দ্রুত নিউজিল্যান্ড ছাড়ার ব্যবস্থা করার৷’ ক্রাইস্টচার্চের ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ‘এখন থেকে যত উন্নত দেশেই খেলতে যাক বাংলাদেশ, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস না পেলে সেখানে দল পাঠানো হবে না৷’ সন্ত্রাসবাদ নির্মূল করতে সব দেশকে একযোগে কাজ করার বিষয়ে একমত তাঁরা৷
‘গুলি থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন’, ক্রাইস্টচার্চ হামলার পর টুইট মুশফিকুরের
বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, শুক্রবার জঙ্গি হামলার সময়ে মসজিদের কাছে টিম বাসেই ছিলেন ক্রিকেটাররা৷ অল্পের জন্য রক্ষা পেলেও, সামগ্রিক পরিস্থিতিতে তাঁরা আতঙ্কিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ অনেকের রক্তাক্ত শরীর দেখে তাঁদের অনেকে শিউড়ে উঠেছেন৷ হামলার সময়ে বাংলাদেশ ক্রিকেটারদের টিম বাসে কোনও নিরাপত্তাকর্মী দূরে থাক, স্থানীয় লিয়াজোঁ অফিসারও ছিলেন না। অনেকক্ষণ বাসে বসে থাকার পর ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে, সাহস নিয়ে বাস থেকে নেমে মাঠের দিকে হাঁটতে শুরু করেন। দূরত্বটা একেবারে কম নয়। সেটি কমাতে রাস্তা ছেড়ে সবাই নেমে পড়েন হ্যাগলি পার্কে। পার্কের মধ্য দিয়ে দ্রুত পায়ে হেঁটে সবাই মাঠে ড্রেসিংরুমে ঢুকে একটু হাঁপ ছেড়ে বাঁচেন। নমাজ শেষে মাঠে ফেরার পর বাংলাদেশ দলের অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ দলের। ড্রেসিংরুমে ফেরার পর খোঁজ পড়ে দলের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও নইম হাসানের। তাঁরা দুজন ছিলেন হোটেলে। ফোনে তাঁদের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হন ম্যানেজার খালেদ মাসুদ। এখন ঘরের ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.