Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

প্রবল চাপের মুখে পদত্যাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ‘হাসিনাঘনিষ্ঠ’ প্রধান বিচারপতির!

আজ সকাল থেকে কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারীরা।

Bangladesh Chief Justice Resigned After Ultimatum From Student Protesters

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি- সংগৃহীত

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 10, 2024 5:57 pm
  • Updated:August 10, 2024 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনকারী পড়ুয়ারা লাগাতার দাবি তুলছিলেন। অবশেষে প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ‘হাসিনাঘনিষ্ঠ’ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান! আজ, শনিবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেন। আইন মন্ত্রণালয়ের তরফে এমনটাই জানা গিয়েছে।  

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’  সূত্রে খবর,  প্রধান বিচারপতি-সহ আপিল বিভাগের ৭ বিচারপতির পদত্যাগের দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বেলা দেড়টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এর পর আন্দোলনকারীরা কোর্ট চত্বর ছেড়ে চলে যান। এদিকে, প্রধান বিচারপতির পর আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগ করেন। তাঁরা হলেন বিচারপতি মহম্মদ আবু জাফর সিদ্দিকী ও কাশেফা হোসেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিনের কাছে তাঁদের পদত্যাগপত্র পাঠানো হয়। 

Advertisement

[আরও পড়ুন: বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বুলেটের মুখে, ছাত্র আন্দোলনে নিহত সেই আবু সাইদের বাড়িতে ইউনুস

প্রসঙ্গত, শনিবারই বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল। কিন্তু, সেই সভা এদিন সকালে আচমকাই বাতিল করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঁইয়া বৈঠক বাতিলের কথা নিশ্চিত করেছেন। কিন্তু তার কোনও কারণ উল্লেখ করেননি তিনি। এর পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুপুরে সচিবালয়ে জানান, ‘গণ-আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয়, সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে।’ পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement