Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা বাংলাদেশ, শুভেচ্ছা জ্ঞাপন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের

শহিদদের শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ।

Bangladesh celebrates Independence Day | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 26, 2022 11:17 am
  • Updated:March 26, 2022 11:26 am  

সুকুমার সরকার, ঢাকা: করোনা আবহেও স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানি শাসন উপড়ে ফেলতে আজকের দিনেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান। ১৯৭১ সালের সেই ঐতিহাসিক দিনের কথা স্মরণ করে আজ শহিদদের শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Advertisement

[আরও পড়ুন: ঢাকায় ইসকন মন্দিরের সম্পত্তি দখল করতেই হামলা মৌলবাদীদের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন]

২৬ মার্চ, শুক্রবার ৫২তম স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ-সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্‌যাপন করবেন। বিশ্বব্যাপী চলা করোনা মহামারীর কারণে গত দুই বছর সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্বাধীনতা দিবস উদ্‌যাপনে এবার আনন্দের রং আরও বেশি।

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাজধানী ঢাকা-সহ দেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটি পালনের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ দিবসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, আজ বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘স্বাধীনতা শোভাযাত্রা’ করবে বিএনপি। এ ছাড়া তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত-সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দেশের প্রধান বিরোধী দলটি। 

[আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যাকে স্বীকৃতি দিল আমেরিকা, মায়ানমারের উপর চাপ বৃদ্ধি ওয়াশিংটনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub